জম্মু-কাশ্মীর, লাদাখ লণ্ডভণ্ড মেঘ ভাঙা বৃষ্টি-হড়পা বানে, ভেঙেছে বাড়িঘর, মৃত ১৭

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : প্রবল বৃষ্টিতে একরকম লণ্ডভণ্ড হিমাচল প্রদেশ। এছাড়াও জম্মু-কাশ্মীর ও লাদাখও বিধ্বস্ত মেঘ ভাঙা বৃষ্টি ও হরপা বানের জেরে। হিমাচল, জম্মু-কাশ্মীর ও লাদাখে ১৭ জন প্রাণ হারিয়েছেন বুধবার রাত থেকে তুমুল বৃষ্টি ও ধসে। ভেঙে পড়েছে এমনকি বাড়িঘর, উপড়েছে বিদ্যুতের খুঁটিও। হড়পা বানে চরম ক্ষতিগ্রস্থ হয়েছে এমনকি হাইড্রো-পাওয়ার প্ল্যান্টও। টানা বৃষ্টি হচ্ছে হিমাচল প্রদেশেও। মঙ্গলবারই ৭ জনের মৃত্যু হয় লাহুল ও স্পিতিতে হড়পা বানে। গতকাল সন্ধে থেকে জম্মু-কাশ্মীরের কিস্তেওয়ারে তুমুল বৃষ্টি শুরু হয়। মেঘ ভাঙা বৃষ্টি ও হড়পা বান ৭ জনের প্রাণও কেড়ে নেয়। নিখোঁজ রয়েছে এখনো ১৪ জন। অমরনাথ গুহার অদূরে দেখা দেয় প্রবল জলোচ্ছ্বাসও ।

স্থানীয় প্রশাসন থেকে এদিকে মানুষের উদ্দেশে আবেদন জানানো হয়েছে, সকলে যেন চলে যান উঁচু জায়গায়। জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিং জানিয়েছেন,জলোচ্ছ্বাসে কারও মৃত্যুর খবর নেই এখনও পর্যন্ত। আজ ভোরের দিকে হড়পা বানে ভেসে যায় কিস্তেওয়ার জেলার প্রত্যন্ত গ্রামগুলি। জলের তোড়ে ভেসে গেছে একটি সেতুর কাছে থাকা রেলস্টেশনও। প্রায় লণ্ডভণ্ড দাচ্চান ও বৌজওয়া এলাকা। হড়পা বানে বাড়িঘর, সেতু ভেসে গেছে উত্তর কাশ্মীরের বান্দিপোরা, লাদাখের কার্গিলে। সেনা, জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা দল উদ্ধারকাজ শুরু করেছে যুদ্ধকালীন তত্‍পরতায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *