জলপাইগুড়ি পুলিশ অ্যাপ আনছে দ্রুত পর্যটকদের তথ্য পেতে
বেস্ট কলকাতা নিউজ : পুলিশ প্রশাসন এবার টেকনোলজির সাহায্য নিতে চলেছে জলপাইগুড়িতে ঘুরতে যাওয়া পর্যটকদের সম্পর্কে তথ্য জানতে৷ জলপাইগুড়ি পুলিশ একটি বিশেষ অ্যাপ আনছে তার জন্য৷ হোটেল ও রিসর্ট কর্তৃপক্ষ এবার থেকে সরাসরি ওই অ্যাপে তুলে দিতে পারবেন জলপাইগুড়ির রিসর্ট ও হোটেলে ওঠা পর্যটকদের দেওয়া সমস্ত রকম তথ্য৷ এমনকি কর্তৃপক্ষকে আর থানায় ছুটতে হবে না আলাদা করে রেজিস্টার নিয়ে। পুলিশ পর্যটকদের যাবতীয় তথ্য পেয়ে যাবে সেই অ্যাপ থেকেই। প্রসঙ্গত, হোটেল কর্তৃপক্ষকে স্থানীয় থানায় জমা দিতে হয় প্রত্যেক হোটেল ও রিসর্টে ওঠা পর্যটকদের যাবতীয় তথ্য৷ এই তথ্য নেওয়া হয় সন্দেহভাজন পর্যটকদের গতিবিধির উপর নজরে রাখতেই। কিন্তু, ইন্টারনেট পরিষেবা অন্তরায় হয়ে দাঁড়িয়েছে নতুন এই অ্যাপ কার্যকর করতে৷
প্রসঙ্গত, প্রতিবছর ডুয়ার্সে বেড়াতে যান অসংখ্য পর্যটক। ডুয়ার্সের রিসর্ট ও হোটেলেগুলিতে প্রচুর পর্যটক এসে ওঠেন ভিনরাজ্য থেকেও। হোটেল কর্তৃপক্ষকে তাদের রেজিস্টারে তুলে রাখতে হয় এমনকি পর্যটকদের যাবতীয় তথ্যও। এর পর হোটেল কর্তৃপক্ষকে থানায় গিয়ে সেই তথ্য দিয়ে আসতে হয়। এতে পরিশ্রম যেমন হয়, তেমনি সময়েরও অপচয় হয় ৷তাই জলপাইগুড়ি পুলিশ একটি অ্যাপ নিয়ে আসছে সময় বাঁচাতে এবং পরিশ্রম কমাতে৷ যেখানে সরাসরি পর্যটকদের তথ্য ওই অ্যাপের্ মাধ্যমে হোটেল কর্তৃপক্ষ পুলিশের কাছে পাঠিয়ে দিতে পারবে৷ সেখানে ব্যবস্থা থাকছে পর্যটকদের পরিচয় থেকে শুরু করে ঠিকানা সব তথ্য জানানোর৷ পুলিশ প্রশাসন পর্যটকদের সম্পর্কে প্রয়োজন মতো জানতে পারবে অ্যাপ থেকেই৷ সেই মতো পুলিশ নজরও রাখতে পারবে কোনও সন্দেহভাজন ব্যক্তির উপরও৷ এর ফলে পুলিশ তার কাজ করতে পারবে কম সময়ের মধ্যে৷