জলপাইগুড়িতে বাড়ি বাড়ি গিয়ে প্রচার পর্ব সারলেন সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন
জলপাইগুড়ি : ঘোষনা হবার পর দিন বসে থাকেন নি একদিনের জন্যও। সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন এখন থেকে বাড়িতে বাড়িতে প্রচারের জন্য দৌড়ে বেড়াচ্ছেন।মানুষের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছেন দেবরাজ বর্মন। সিপিএম এর প্রার্থী জানালেন আমাদের কাজ মানুষের কাছে পরিষেবা পৌছে দেওয়া । এই পরিষেবা যাতে আরো বেশী করে মানুষের কাছে পৌছে যায় সেটা দেখার দায়িত্ব আছে আমাদের কাছে । এবার জলপাইগুড়ির মানুষ সিপিএমের পক্ষ্যে ভোট দেবেন আমি বিশ্বাস করি এটা। দেবরাজ বর্মনের দাবী মানুষের আসল কষ্ট বুঝতে পারে একমাত্র সিপিএমের কর্মী এবং সমর্থকেরাই । এত বছর সিপিএমের রাজত্ব হয়ে গেছে কখনো মানুষের ভিটেমাটি নিয়ে সমস্যা হয় নি। সিপিএমের মত দলই পারে দেশ এবং রাজ্যকে ভবিষ্যতের দিকে নিয়ে যেতে। তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা সিপিএম কে ভোট দিন। এদিন সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন জলপাইগুড়িতে ভোট প্রার্থনা করেন মাছের বাজার এবং সবজি বাজারে গিয়েও।