জলপাইগুড়িতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়
জলপাইগুড়ি : বিজেপী এবারে আর ফিরছে না, গতকাল জলপাইগুড়িতে সরকারি পরিসেবা প্রদান অনুষ্ঠানে এসে ঠিক এই কথাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এদিন স্থানীয় মানুষের ভীড়ে মুখ্যমন্ত্রী এও জানালেন মানুষকে বোকা বানিয়ে আর বেশিদিন থাকতে পারবে না “মোদি সরকার ” তাদের শেষের শুরু হয়ে গেছে। দুয়ারে সরকার এবার শুরু পনেরো তারিখ থেকে আপনারা যারা আবেদন করে এখনো কোন কারনে টাকা পান নি তারা আবার আবেদন করুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানালেন লক্ষীর ভান্ডারের ফর্ম পূরন করতে গেলে স্বাস্থ্য সাথীর কার্ড লাগবে না। যারা এখনো আবেদন করেন নি তারা আবার আবেদন করুন। যেযে প্রকল্প আছে রাজ্য সরকারের পোর্টালে যারা যে যে ফর্ম পূরন করতে চান শুধুমাত্র সেই সেই ফর্ম পূরন করবেন।
একজন ব্যক্তি একের বেশী জায়গায় আবেদন করবেন না। তাহলে সব আবেদন পত্র বাতিল হয়ে যাবে কোন আবেদন পত্রই গ্রহনযোগ্য হবে না। জমির পাটটার বিষয়ে মুখ্যমন্ত্রী জানান একেবারেই সঠিক কাগজপত্র থাকলে আবেদনকারীর সুবিধা হবে। তাই যোগ্যরাই কাগজপত্র নিয়ে আসবেন। রাজ্য সরকারের প্রকল্প তাই একটু সময় লাগবেই। তবে সবাই আবেদন করে হতাশ হবেন না বলে জানালেন মুখ্যমন্ত্রী। তিনি আরো জানান অনেকেই বুঝতে পারেন না কিভাবে আবেদন করতে হবে, আমি আমাদের কর্মীদের বলব তাদের সাহায্য করতে। দুস্থদের পাশে দাড়ান জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানালেন এত প্রকল্প একটু সময় লাগবেই। তাই হতাশ হবেন না কেউ। সবাইকে ভালো থাকতে বলে মুখ্যমন্ত্রী জানান তিনি আবার আসবেন। সবার সাথে দেখা করবেন। তখন কার কি অসুবিধা এবং কে কি পান নি সেটা জিজ্ঞাসা করবেন।