হবু জামাইয়ের পরামর্শ ! মালিকের লক্ষাধিক টাকা-সোনা হাতিয়ে বেপাত্তা হল পরিচারিকা
পাটুলি , (কলকাতা) : অসুস্থ প্রৌঢ়ের লকার ভেঙে গয়না ও টাকা চুরির গুরুতর অভিযোগ উঠলো পরিচারিকার বিরুদ্ধে৷ জানা গেছে ওই অসুস্থ প্রৌঢ়ের বাড়ি দক্ষিণ কলকাতার পাটুলি থানার এলাকায় ৷ তাঁর লক্ষাধিক টাকার গয়না ও নগদ অর্থ চুরির অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তবে এই ঘটনায় অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয় পরিচারিকার হবু জামাই রোহন বল। অভিযুক্ত পরিচারিকা নমিতা ভট্টাচার্যের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

এই বিষয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার বলেন, “এই ঘটনায় আর কেউ যুক্ত আছে কি না খুঁজে বের করা হচ্ছে ৷” পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৪ সাল থেকে স্নায়ুজনিত সমস্যায় ভুগছেন ওই বাড়ির মালিক । দীর্ঘদিন ধরেই তাঁর দেখভালের দায়িত্বে ছিলেন পরিচারিকা নমিতা ভট্টাচার্য । ২০২৪ সালে প্রৌঢ় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে বাড়ির আর্থিক লেনদেনের দায়িত্বও নমিতার উপরই ছেড়ে দেন পরিবারের সদস্যরা । হাসপাতালের বিল মেটানো থেকে শুরু করে ব্যাঙ্কের কাজ, সবই নমিতা একাই এতদিন ধরে সামলে আসছিল । মালিক শুধু চেকবুকে সই করতেন ৷ টাকার অঙ্ক লিখে টাকা তুলে আনত নমিতাই । এমনকী, বাড়ির আলমারির লকারের চাবিও ছিল তার কাছেই । এই সুযোগেই অপরাধের ছক কষে। পুলিশের দাবি, নমিতার মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল রোহন বলের । মেয়ের বিয়ের খরচ জোগাড় করতে হবু জামাই রোহনই নমিতাকে পরামর্শ দেয়, বাড়ির মালিকের লকার থেকে গয়না ও টাকা সরানোর । প্রথমে দ্বিধায় থাকলেও শেষ পর্যন্ত রাজি হয়ে যায় নমিতা । অভিযোগ, সেই মতো নমিতা লকার খুলে প্রায় ৬৫ গ্রাম সোনার গয়না তুলে দেয় রোহনের হাতে । পাশাপাশি, মালিকের সই করা চেক দিয়ে ব্যাঙ্ক থেকে ৩ লক্ষ ৩০ হাজার টাকা তুলে নেয় রোহন।

