জীবনযুদ্ধ তে জয়লাভ দুই বোনের, চরম গর্বিত হল বাবা
নিজস্ব সংবাদদাতা : জবা এবং সাগরিকা দুই বোন এবারে একসঙ্গে দেশ সেবার সুযোগ পেলেন। একজন বিএসএফ ( BSF ) ও অন্যজন সিআইএসএফ ( CISF )-এর কনস্টেবল পদে যোগ দিতে যাচ্ছেন। দারিদ্রতার সঙ্গে প্রতিনিয়ত লড়াই ও কঠোর পরিশ্রম একসঙ্গে বদলে দিল এই দুই বোনের জীবন। কষ্ট করলে যে সাফল্য মেলে, এর থেকে ভালো উদাহরণ আর কী-ই বা হতে পারে!
বাবা পরিযায়ী শ্রমিক। বছরের নয় মাসই ভিনরাজ্যে শ্রমিকের কাজ করেন তিনি। মা গৃহকর্ম সামলান। অভাবের তাড়নায় মেয়েদেরও অন্যের জমিতে কাজ করতে হয়েছে। এমনই হতদরিদ্র পরিবারের দুই বোন কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনের জিডি কনস্টেবল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাঁদের নাম জবা রায় ও সাগরিকা রায়। বাড়ি কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েতের ২০২ নম্বর খাসবস দ্বারিকামারি এলাকায়। বাড়ি বলতে বাঁশ ও টিনের তৈরি একচিলতে ভাঙাচোরা ঘর। তিন মেয়েকে নিয়ে সেখানে কোনওমতে মাথা গুঁজে থাকেন মা অঞ্জলি রায়। বাবা জয়গোবিন্দ রায় ভিনরাজ্যে শ্রমিকের কাজ করেন। তিন বোনের মধ্যে জবা বড় ও সাগরিকা মেজো। জবা বিএসএফে এবং সাগরিকা সিআইএসএফ-এ চাকরির জন্য মনোনীত হয়েছেন। তাঁদের ছোট বোন রাখি জামালদহ তুলসীদেবী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে। পরিবার সূত্রে জানা গিয়েছে, জবার বয়স ২৬ বছর ও সাগরিকার বয়স ১৯ বছর। দুই মেয়ের এই সাফল্যের কথা শুনে বাড়ি ফিরেছেন বাবা। জীবনের সব কষ্ট ভুলে আগামী দিনগুলো যাতে ভালোভাবে কাটে, এখন সেই আশার আলো দেখছেন হতদরিদ্র দম্পতি।