জেলায় জেলায় আশাকর্মীদের বীরাঙ্গনা সম্মান প্রদান করা হল করোনা মোকাবিলার জন্য
বেস্ট কলকাতা নিউজ : রাজ্য ব্যাপী ৫৫ হাজার আশা-কর্মীকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের উদ্যোগে ও পশ্চিমবঙ্গ বঙ্গজননী বাহিনীর সহযোগিতায়। ইতিমধ্যেই এই সম্মানে ভূষিত করা হল পূর্ব বর্ধমানের ৩৩৮৭ জন আশাকর্মীকে।
করোনা পরিস্থিতিতে আশা কর্মীরা পরিযায়ী শ্রমিকদের খোঁজখবর নিয়েছেন এলাকার বাড়ি বাড়ি ঘুরে। এলাকার আশা-কর্মীরা খুব সক্রিয় ভূমিকা নিয়েছেন বাইরে থেকে আসা পরিযায়ীদের খোঁজ নিয়ে তাদের কোয়ারেন্টিনে পাঠানো, তাদের পরিবারের লোকেদের স্বাস্থ্যের দিকে নজর রাখা, প্রয়োজনে করোনা পরীক্ষার ব্যবস্থা করা ইত্যাদি কাজের ক্ষেত্রেও। স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে পরীক্ষার ব্যবস্থাও করেছেন স্থানীয় কারও করোনা উপসর্গ দেখা দিলেই। এমনকি নিয়মিত খোঁজখবরও রেখেছেন করোনা পজিটিভ রোগীদের এবং তাদের পরিবারের লোকজনের। গত ছ’মাস ধরে করোনা মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি সামনের সারি থেকে কাজ করে গেছেন আশার দিদিরাও। পূর্ববর্ধমান জেলার ৫৯২টি উপস্বাস্থ্য কেন্দ্রের ৩৩৮৭ জন আশাকর্মীকে ‘বীরাঙ্গনা আশা’ স্বীকৃতি দেওয়া হল কোভিড -১৯ সংক্রমণ প্রতিরোধে সাহসী অবদানের জন্য।