জেলা হেপাজতের নির্দেশ ভ্যাকসিন কাণ্ডে অভিযুক্ত দেবাঞ্জনের
বেস্ট কলকাতা নিউজ : আলিপুরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় বিচারক গতকাল ভ্যাকসিন কাণ্ডে মূল অভিযুক্ত দেবাঞ্জন দেবের ফের জেলা হেপাজতের নির্দেশ দেয় কসবা থানার মামলার পরিপ্রেক্ষিতে। এই প্রসঙ্গে সরকারি আইনজীবী এও বলেন ভ্যাকসিন কান্ডের আরো অভিযোগ উঠেছে দেবাঞ্জনের বিরুদ্ধে ,গতকাল এই ভ্যাকসিন কাণ্ডে আরো এক ব্যক্তির গোপন জবানবন্দির আবেদন করে পুলিশ, এদিকে দেবাঞ্জনের আইনজীবী বলেন যে প্রতিষেধক টি যে জাল পুলিশ তার রিপোর্ট এখনও পর্যন্ত আদালতে পেশ করেনি।