জ্বালানির যন্ত্রনা , রান্নার গ্যাসের দাম ফের বৃদ্ধি পেল ২৫ টাকা
বেস্ট কলকাতা নিউজ : ফের কোপ পড়ল মধ্যবিত্তের হেঁশেলে। এক ধাক্কায় ২৫ টাকা ফের বাড়ল রান্নার গ্যাসের দাম । গ্যাসের দাম ফের ২৫ টাকা বাড়ল মাত্র চার দিনের ব্যবধানে। রান্নার গ্যাসের সিলিন্ডারর এই নতুন দাম কার্যকর হয়েছে রবিবার মধ্যরাত থেকেই। অর্থাৎ আজ ১ মার্চ থেকেই রান্নার গ্যাস কিনতে হবে আরও চড়া দামে।মূলত গ্যাসের দাম বৃদ্ধি পেতে শুরু করেছিল গত বছরের ডিসেম্বর মাস থেকেই। এখনও পর্যন্ত দফায়-দফায় মোট ২২৫ টাকা দাম বেড়েছে গ্যাসের সিলিন্ডারের।এদিকে মধ্যবিত্তের ক্রমশ নাভিশ্বাস উঠেছে চড়া দামে গ্যাসের সিলিন্ডার কিনতে গিয়েও।
আজ থেকে কলকাতায় বেড়ে ৮৪৫.৫০ টাকা হচ্ছে ১৪.২ কিলোগ্রামের ভর্তুকিহীন গ্যাসের সিলিন্ডারের দাম। এরই পাশাপাশি বাণিজ্যিক সিলিন্ডারের দর ৯৭.৫০ টাকা বেড়ে ১৬৮১.৫০ টাকা হচ্ছে। এর আগে গত বছরের ডিসেম্বর মাসে গ্যাসের দাম এমনকি ১০০ টাকা পর্যন্ত বেড়েছিল দুদফায়। যা নিয়ে সাধারণ মানুষকে পড়তে হয় এমনকি ঘোর সমস্যার মধ্যেও। এরপর ফের ফেব্রুয়ারিতে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম দফায়-দফায় ১০০ টাকা বেড়ে যায়। কিন্তু এবার মার্চের শুরু থেকেই ফের গ্যাসের দাম বাড়ল ২৫ টাকা।