ঝাড়খণ্ডের পালামু জেলায় এনকাউন্টারে শহিদ হল ২ পুলিশকর্মী, ১০ লক্ষ পুরস্কার ঘোষণা মাওবাদী নেতাকে ধরতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : মাওবাদীদের সঙ্গে পুলিশের এনকাউন্টার ৷ আর তাতে শহিদ হল দুই পুলিশকর্মী ৷ ঘটনাটি ঘটেছে বুধবার ঝাড়খণ্ডের পালামু জেলায় ৷ নিষিদ্ধ মাওবাদী সংগঠন থার্ড কনফারেন্স প্রেজেন্টেশন কমিটির (টিএসপিসি) সদস্যদের সঙ্গে গুলির লড়াইয়ে একজন পুলিশকর্মী গুরুতর আহতও হয়েছেন । তিনি বর্তমানে মেদিনী রাই মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পুলিশ জানিয়েছে । নিহতদের মধ্যে রয়েছেন হায়দারনগর থানা এলাকার সোয়া বারেওয়ার বাসিন্দা সন্তন কুমার মেহতা এবং পালামুর এএসপি (অপারেশনস)-এর দেহরক্ষী পারাটা গ্রামের সুনীল রাম । আহত জওয়ানের নাম রোহিত কুমার ৷ তিনি রেহালা থানার লালগড়ের বাসিন্দা।

ঘটনার পর পালামুর এসপি রেশমা রমেশান দুই পুলিশকর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি জানিয়েছেন যে পুলিশ টিএসপিসির ওয়ান্টেড কমান্ডার শশীকান্ত গাঞ্জুকে ধরতে তল্লাশি অভিযান চালাচ্ছে । সেই সময় এই এনকাউন্টারের ঘটনা ঘটে ৷ এসপি বলেন, “বুধবার রাত ১২ টা ৩০ মিনিটের দিকে নিষিদ্ধ মাওবাদী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে দুই পুলিশকর্মী নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন । শশীকান্ত গাঞ্জুরের খোঁজে তল্লাশি অভিযান চলছে ৷”

এদিকে পুলিশ জানিয়েছে, মাওবাদী নেতার খোঁজে মানাতু থানা এলাকার কেদাল গ্রামে চিরুনি অভিযান শুরু করা হয়েছিল, যেখানে শশীকান্ত গাঞ্জুর বাড়ি । আর ওই তল্লাশির সময় টিএসপিসি মাওবাদীরা হঠাৎ নিরাপত্তা বাহিনীর উপর গুলি চালায় ৷ যার ফলে তিন পুলিশকর্মী গুলিবিদ্ধ হন । তিনজনকেই তড়িঘড়ি ঘটনাস্থল থেকে উদ্ধার করে মেদিনী রাই মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন এবং একজনের চিকিৎসা চলছে। পাশাপাশি ডিআইজি নৌশাদ আলম এবং এসপি রেশমা রমেশান-সহ ঊর্ধ্বতন আধিকারিকরা এনকাউন্টারের ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন । ঝাড়খণ্ড সরকার শশীকান্ত গাঞ্জুর ধরতে সবরকম প্রচেষ্টা চালাচ্ছে ৷ কেউ তাঁর সম্পর্কে তথ্য দিলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ১০ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়েছে সরকারের তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *