ঝাড়খণ্ড থেকে গ্রেফতার হলো বিশ্বভারতীতে হামলার অভিযুক্ত
বেস্ট কলকাতা নিউজ : রাতের অন্ধকারে বিশ্বভারতী ক্যাম্পাসে ঢুকে পড়ুয়াদের মারধরের ঘটনায় অভিযুক্ত তিন ব্যক্তির মধ্যে আরও একজনকে পুলিশ গ্রেফতার করল ঝাড়খণ্ড থেকে। বীরভূম পুলিশের এক আধিকারিক বলেন, “ ঝাড়খণ্ডের গোড্ডা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ১৫ জানুয়ারি দু’জন পড়ুয়া আহতের ঘটনার সঙ্গে যুক্ত সুলভ কর্মকারকে, যিনি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ছাত্র।”পুলিশ ইতিমধ্যেই অচিন্ত্য বাগদী এবং শাব্বির আলিকে গ্রেফতার করেছে বিশ্বভারতীতে এসএফআইয়ের উপর হামলার ঘটনায় দায়ের করা এফআইআরের ভিত্তিতে। তল্লাশি চলছিল সুলভের খোঁজেও। প্রসঙ্গত, এই আক্রমণ চালানো হয়েছিল ৮ জানুয়ারি নাগরিকত্ব সংশোধনী আইনের বিষয়ে আলোচনা সভায় এসে বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তকে এসএফআই কতৃক ঘেরাওয়ের ঘটনার ঠিক এক সপ্তাহ পরেই। আহত এসএফআই সদস্যদের আরও অভিযোগ ছিল যে হামলাকারীরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ছাত্র সংগঠন অখিল ভারতীয় ছাত্র পরিষদের ছাত্র। ক্যাম্পাস পরিদর্শনকালে বাম ছাত্ররা স্বপন দাশগুপ্তকে ঘেরাও করে যে বিক্ষোভ প্রদর্শন করেছিল, তাঁর প্রেক্ষিতেই এই আক্রমণ চালায় এবিভিপি, অভিযোগ ওঠে এমনও।