টক টু মেয়রে ফোন পেয়ে এলাকা পরিদর্শনে এলেন মেয়র গৌতম দেব
শিলিগুড়ি : শিলিগুড়ির হায়দার পাড়ার বাসিন্দা সুশান্ত হালদার রাস্তার ড্রেন নিয়ে অভিযোগ করেছিলেন মেয়র গৌতম দেব কে। জানিয়েছেন দীর্ঘদিন ধরে একই সমস্যায় ভুগছেন তিনি এবং তার আশেপাশের মানুষ, বারবার বলেও কোন সুরাহা হয়নি। তাই তিনি ফোন করলেন মেয়র গৌতম দেবকে । মেয়র ওই ওই বাসিন্দার নাম এবং ঠিকানা নিয়ে নিয়েছিলেন। এদিন সকালে তিনি পৌঁছে যান উক্ত এলাকায়, জায়গাটা পরিদর্শনও করেন এবং সঙ্গে থাকা আধিকারিকদেরও নির্দেশ দেন যত দ্রুত এই সমস্যা সমাধান করবার জন্য।
এদিকে মেয়র জানান উনি জানিয়েছেন ওনার এই সমস্যা তিন বছর ধরে, মাঝে দুবার ঠিক করা হয়েছিল , কিন্তু আবার যেতে সেই হয়ে গেছে সমস্যা। তাই উনি বাধ্য হয়ে আমাকে ফোন করেছিলেন, উনি ভদ্রলোক তাই যথেষ্ট বিনয়ের সাথে আমার সাথে কথা বললেন আমার খুব ভালো লাগলো। তাই আজকে আমি এই জায়গা দেখে গেলাম। দেখে আমি নির্দেশ দিয়ে দিয়েছি, দু তিন দিনের মধ্যে আশা করছি সমস্যাটা মিটে যাবে। অন্যদিকে অভিযোগকারী জানান তিন বছর ধরে ভুগছিলাম, মাঝে দু’বার সারাই করা হলেও কোন সুরাহা হয়নি। তাই বাধ্য হয়েই মেয়র কে ফোন করলাম । উনি কথা দিয়েছিলেন আসবেন এসে দেখে গেলেন ভালো লাগলো। মেয়র এসে ঘুরে গেলেন আশা করছি আমার সমস্যাটাও মিটে যাবে।