” টক টু মেয়র “এ মেয়র উত্তর দিলেন সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নের
শিলিগুড়ি : : ” টক টু মেয়র ” এ সাধারণ মানুষের মুখোমুখি হলেন মেয়র গৌতম দেব। শিলিগুড়ির মেয়র গৌতম দেব এদিন মূলত প্রাধান্য দিয়ে থাকেন শহরের স্থানীয় মানুষের বিভিন্ন রকম সমস্যা এবং বিভিন্ন প্রশ্নের। এদিন মেয়র জানান শিলিগুড়ির মূল সমস্যা গুলো নিয়ে পুরসভার আধীকারীকদের সাথে তিনি কথা বলেছেন। এরমধ্যে যানজট সমস্যা সবচাইতে বেশি । এই সমস্যার সমাধান সমাধান করা প্রয়োজন সবার চাইতে আগে।

মেয়র এদিন আরও জানান আমরা বিভিন্নভাবে চেষ্টা করে চলেছি যাতে সমস্যার সমাধান হয়ে যায় এবং সেটা যত তাড়াতাড়ি পারা যায় ততই ভালো। আজকের বৈঠকে আমাকে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হয়। সমস্যা নিয়ে অধিকাংশ প্রশ্ন থাকায় মেয়র স্থির ভাবে সমস্ত প্রশ্নের উত্তর দেন। মেয়র এদিন এও জানান আমাদের তাদের কথা শুনে তাদের সমস্যার সমাধান করতে হবে। বিশ্বাস করে যারা আমাদের ভোট দিয়ে জয়ী করেছেন তাদের কথা তো ভাবতেই হবে। মেয়র দিন এও বলেন আস্তে আস্তে সব সমস্যার সমাধান হবে। শিলিগুড়ির মানুষ নিশ্চিত থাকুন।