আনাজপাতির অগ্নিমূল্য ভরা বর্ষায় মরশুমেও , ক্রেতার চোখে জল কাঁচালঙ্কার ঝাঁঝেও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : সবজির বাজার একরকম আগুন করোনা আবহে দফায় দফায় লকডাউনের জেরে। সবজি বাজারের মূলত একই অবস্থা গোটা রাজ্য সহ এমনকি বাংলার জেলাগুলিতেও। রীতিমতো আকাশ ছোঁয়া জলপাইগুড়ির বিভিন্ন বাজারে সবজির দামও। এমনকি ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে প্রতি কেজি কাঁচা লঙ্কা। এছাড়াও বাজারে আসা সাধারণ মানুষ জন চরম সমস্যা‌র মধ্যে পড়েছে বিভিন্ন সবজির দাম বেশি হওয়ার কারণে।

ক্রেতাদের আরও অভিযোগ, গত কয়েক সপ্তাহ ধরেই বিভিন্ন রকমের সবজি বিক্রি হচ্ছে দুই থেকে তিন গুন বেশি দরে। পটল,বেগুন,ঝিঙ্গা,করলা, টমেটো সহ বিভিন্ন রকমের সবজির মূল্য জলপাইগুড়ি‌র বিভিন্ন বাজারে হঠাৎ করেই অতিরিক্ত বেড়ে যাওয়ায় দিনআনি দিন খাওয়া সাধারণের কপালে চিন্তার ভাজ পড়েছে।এতটাই দাম বেড়ে গিয়েছে যে কোনও সবজিই পাওয়া যাচ্ছে না এমনকি আশি থেকে একশো টাকার নিচেও।স্কোয়াশের দামও বেড়ে হয়েছে প্রতি কেজি ৫০ টাকা।

সব্জির দাম আচমকাই বৃদ্ধি পাওয়ায় চরম বিপাকের মধ্যে পড়েছেন বাজার করতে আসা সাধারণ মানুষ জন।গত কয়েকদিনে সমস্ত রকম সবজির দামই দুই থেকে তিনগুন বেশি হয়েছে বলেও ক্রেতাদের অভিযোগ। অন‍্যদিকে ব‍্যবসায়ী‌রা এও জানান, এখন সব্জির আমদানি কম রয়েছে বাজারেও।এজন্যই দাম কিছুটা বেড়েছে। অনেক ফসল নষ্ট হয়ে গিয়েছে বর্ষায় জমিতে জল জমে যাওয়ায়।তাই বাজারে এখন সবজির আমদানি অনেক কম রয়েছে বলেও অনেকে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *