টি অকশন কমিটির উদ্যোগে শিলিগুড়িতে অনুষ্ঠিত হল একদিনের ভলিবল প্রতিযোগিতা
শিলিগুড়ি : টি অকসন কমিটি প্রতিবছরই আয়োজন করে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার। যার ব্যতিক্রম এবার হলো না। শিলিগুড়িতে অনুষ্ঠিত হলো উত্তরবঙ্গ ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা। উপস্থিত ছিলেন সাংসদ রাজু বিস্তা। তিনি এদিন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এদিন তিনি জানান খেলোয়ারদের উৎসাহিত করা আমাদের কাজ। প্রত্যেক মানুষেরই নিজেদের কাজের বাইরে একটা আলাদা জগত থাক। আর সেই জগতে মেলামেশা করাটা অত্যন্ত দরকার। আমার শুভেচ্ছা এবং শুভকামনা থাকলো যোগদানকারী খেলোয়াড়দের জন্য। বিজয়ীদের আমি অভিনন্দন জানাই। এই প্রতিযোগিতা প্রতি বছরই অনুষ্ঠিত হয়ে থাকে, এবারও তার ব্যতিক্রম হয়নি। ভালো লাগছে এখানে এসে। সামনে বছর যদি এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, তবে আমি আবার আসব এদিন এমনটাই জানালেন সাংসদ।
