আজ ডিভিশন বেঞ্চে শুনানি প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুরু হল প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানি। প্রাথমিক শিক্ষা পর্ষদ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিবিআই তদন্তের নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করেছিল প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায়। পর্ষদের দাবি ছিল আদৌ যুক্তিযুক্ত নয় সিঙ্গল বেঞ্চের নির্দেশ । আদালত গ্রহণ করে সেই আবেদন। আজ দুপুরের পরে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে ইতিমধ্যেই এই মামলার শুনানি শুরু হয়েছে ।

এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে প্রাথমিক শিক্ষা পর্ষদের পেশ করা রিপোর্টে বলা হয়েছিল, ২৬৯ জন নয়, বাড়তি এক নম্বর দেওয়া হয়েছিল মোট ২৭৩ জনকে । পর্ষদ আরও জানিয়েছে, প্রশ্নপত্রে ভুলের কারণে যে এক নম্বর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় তাতে জমা পড়েছিল ২,৭৮৭টি আবেদনপত্র। যার মধ্যে ছিলেন ২৭৩ জন প্রশিক্ষিত প্রার্থী। তাঁদের দেওয়া হয়েছে বাড়তি এক নম্বর করে।ওই রিপোর্টে পর্ষদ আরও জানিয়েছে, ২৩ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে মোট ১৮ লক্ষ প্রার্থী অসফল হন ২০১৫ সালের প্রাথমিক টেটে। সকলের নম্বর বাড়ানো সম্ভব হয়নি এত সংখ্যক অনুত্তীর্ণের মধ্যে যাচাই করে। ফলে যাঁরা আবেদন করেছিলেন শুধু তাঁদেরই দেওয়া হয়েছিল বাড়তি এক নম্বর করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *