টেবিল টেনিস খেললেন বিধায়ক শঙ্কর ঘোষ দেখালেন তার দক্ষতাও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : বাচ্চাদের সাথে টেবিল টেনিস খেলা মেতে উঠলেন শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ। অনেকক্ষণ তিনি টেবিল টেনিস খেললেন, তার যে ভালই দক্ষতা আছে ডাক্তার খেলা দেখেই বোঝা যাচ্ছিল। বিধায়ক জানালেন সব সময় কাজেই ব্যস্ত থাকি, একটু অন্যরকম হওয়া দরকার। এই বাচ্চাদের সাথে সময় কাটাতে প্রচন্ডভাবে ভালো লাগে। আরে খেলা তো আমি ছোটবেলা থেকেই ভালবাসি। আমার খেলা একটা স্বাভাবিক ব্যাপার, এখন বয়স হয়ে গেছে সেভাবে তো আর খেলতে পারিনা, আর সবচাইতে বড় কথা কাজের কারণে আর ঠিকভাবে সময়ও পাইনা। তাই সময় পেলাম, টেবিল টেনিস তো আমার একটা নেশা বলতেই পারেন । শিলিগুড়ি থেকে বহু কৃতীরা উঠে এসেছে, আরো আসবে ভবিষ্যতে। এখানে এসে মনে হল টেবিল টেনিসের শহরই শিলিগুড়ি। যেমন ব্যাডমিন্টন ব্যাঙ্গালোরের জন্য। ভালো লাগলো খেলে, সময় পেলেই আবার আসব। বিধায়ককে টেবিল টেনিস খেলতে দেখে আপ্লুত বাচ্চারা, খুশি তাদের অভিভাবকেরাও। জানালেন ভালোই হলো , একটা স্মরণীয় দিন হয়ে থাকলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *