বকেয়া ডিএর দাবীতে ধর্মঘটের জেরে ব্যাপক উত্তাল হল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : ধর্মঘটে উত্তাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। এদিন সকাল থেকেই বকেয়া ডিএর দাবীতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন স্থায়ী এবং অস্থায়ী কর্মীরা। উত্তাল কর্মীদের রুখতে বিশাল পুলিশ বাহিনী এসে উপস্থিত হয়।বিক্ষোভে যোগ দেন মহিলা কর্মীরা। কর্মীদের ছত্রভঙ্গ করতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে আসে পুলিশ।এদিন প্রায় তিনশো পুলিশ কর্মী বিক্ষোভে যোগদান করেন।সকাল থেকেই চলা এই বিক্ষোভে অফিসে ঢুকতে পারেন নি প্রায় সব কর্মীই।এদিন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সামনে চলা অবরোধ নিয়ে সমস্যা তৈরী হয় পথ চলতি মানুষেরও। পুলিশ এসে দু দুবার লাঠিচার্জ করলেও ধর্মঘটে থাকা কর্মচারীদের আটকাতে পারেন নি।

এদিকে বিক্ষোভের আচ ছড়িয়ে পড়েছে শিলিগুড়ি পুরসভাতেও। শিলিগুড়ি পুরসভার বাইরে থাকা কর্মচারীরাও এদিন বিক্ষোভে যোগদান করেন।পরে তৃণমূল কংগ্রেসের কর্মচারীরা এসে তাদের অফিসে ঢুকিয়ে দেন। বিক্ষোভের আচ ছড়িয়ে পড়ে শিলিগুড়িতে বিদ্যুৎ দপ্তরের কর্মচারীদের মধ্যে। সেখানেও বকেয়া ডিএ নিয়ে বিক্ষোভে যোগদান করেন কর্মচারীরা। এদিন শিলিগুড়ির খাদ্য দপ্তরের অফিসেও বিক্ষোভ দেখাতে শুরু করেন কর্মীরা। নানান জায়গা থেকে আসা কর্মচারীদের নিয়ে শুরু হওয়া বিক্ষোভে র আচ ছড়িয়ে পড়ে গোটা শহর জুড়েই। বকেয়া ডিএ নিয়ে এদিন নিজেই কর্মচারীদের সমর্থন করে শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য জানান একেবারেই ন্যায্য দাবী। রাজ্য সরকার রাজ্যে স্বৈরাচারী মনোভাব দেখাতে শুরু করেছে। এর প্রতিবাদ হওয়া দরকার ছিল। আমাদের সম্পুর্ন সমর্থন আছে ওদের সাথে। এদিন এই বিক্ষোভে যোগদান করেন বহু শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীরাও। গোটা শহরজুড়ে চলা এই বিক্ষোভের জেরে শহরের জনজীবন বিপন্ন হয়ে পড়ে অনেকটাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *