জগৎশ্রেষ্ঠ সম্মান’,অভূতপূর্ব কৃতিত্বের জেরে ‘বাংলার মুখ ফের উজ্বল করলেন দুই ‘সোনার মেয়ে’

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বিদেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় ‘সেরার সেরা’র শিরোপা ছিনিয়ে নিলেন দুই বঙ্গতনয়া। দুই বাঙালি মেয়ের এই নজিরবিহীন কীর্তিকে কুর্ণিশ গোটা বাংলার। তাঁদের এই অভূতপূর্ব কৃতিত্বে উচ্ছ্বাসের স্রোতে ভাসছে তাঁদের পরিবার থেকে শুরু করে আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা।

আন্তর্জাতিক স্তরের যোগাসন প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতে বাংলার মুখ উজ্জ্বল করেছেন দুই বঙ্গতনয়া। পূর্ব বর্ধমানের কাটোয়ার বাসিন্দা ওই দুই কন্যা রঙ্গিতা দত্ত (২৭) এবং সায়ন্তনী দে (১৬) । সম্প্রতি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ‘এশিয়া প্যাসিফিক যোগ ক্রীড়া প্রতিযোগিতা’য়’ ২৬ -৩০ বছর বয়সী বিভাগে রঙ্গিতা স্বর্ণপদক জয় করেছেন। ওই একই প্রতিযোগিতার ১৬-১৮ বছর বয়সী বিভাগে সায়ন্তিনী জিতেছেন সোনার পদক। দুই কন্যার এই সাফল্যেকে কুর্নিশ জানিয়েছেন কাটোয়াবাসী ।

কাটোয়ার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের দশম শ্রেণির ছাত্রী সায়ন্তনী। রঙ্গিতা স্নাতক উত্তীর্ণ । তিনি এখন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তাঁরা দু’জনেই কাটোয়ার একটি সংস্থায় প্রশিক্ষণ নেন।গত ৯ সেপ্টেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যে ‘এশিয়া প্যাসিফিক যোগ ক্রীড়া প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয় তাতে তাঁরা অংশ নিয়েছিলেন। প্রতিযোগিতায় ভারতের পাশাপাশি বাংলাদেশ, মায়ানমার, নেপাল, ভুটান, দক্ষিণ কোরিয়া, মালেশিয়া-সহ মোট ১১ টি দেশের প্রতিযোগি অংশগ্রহণ করেছিলেন।

সায়ন্তনী ও রঙ্গিতার প্রশিক্ষক কৃষ্ণপদ নন্দী জানিয়েছেন, মোট ৩০ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন । তাঁদের মধ্যে সায়ন্তনী ও রঙ্গিতা সহ পূর্ব বর্ধমান জেলার তিনজন অংশগ্রহণকারী ছিলেন। তাঁদের মধ্যে রঙ্গিতা ও সায়ন্তনী দুজনেই দুই পৃথক বিভাগে স্বর্ণপদক জিতেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *