ডুয়ার্সে গভীর রাতে ট্রাকের সাথে চার চাকার ধাক্কা, আহত হল দুজন, তুমুল বিক্ষোভ সাধারণ মানুষের
নিজস্ব সংবাদদাতা : গভীর রাতে একটি মাল ভর্তি ট্রাকের সাথে একটি চার চাকার গাড়ির ব্যাপক সংঘর্ষ ঘটে গেলো ডুয়ার্সে। জানা যায় এই দুর্ঘটনার ফলে দুজন আহত হয়েছেন বলেও। সূত্রের খবর ওই গাড়িটি ডুয়ার্স থেকে শিলিগুড়ির দিকে আসছিল। হঠাৎ করে রাস্তায় অন্ধকার থাকায় ট্রাক চালক গাড়ি থেকে দেখতে পাননি, ফলে সামনে আসা ওই চার চাকার গাড়ির মুখে প্রবল জোরে ধাক্কা মারে। এই দুর্ঘটনার কারণে দুজন গুরুতর আহত হয়। এদিকে বিকট শব্দের আওয়াজ শুনে এলাকার স্থানীয় বাসিন্দারা দৌড়ে ছুটে আসেন। গাড়িটিতে চালকসহ মোট ছয় জন ছিলেন। সঙ্গে সঙ্গে তাদের স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, এমনকি এদিন চরম ক্ষোভে ফেটে পড়েন এলাকার স্থানীয় বাসিন্দারা। তারা এও জানান বারবার বলা হলেও সেভাবে এখানে স্ট্রিট লাইট জ্বলে না সেই কারণে ঘটে এই রকমের দুর্ঘটনা। গত এক বছর ধরে ঠিক এই ভাবেই চলছে এই রাস্তা, কিন্তু কারোর কোনো রকম হেলদোল নেই।
