দিল্লি-মুম্বই বিমান চলাচল বন্ধ করা হল বাগডোগরা বিমান বন্দর থেকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ছয় শহর থেকে কলকাতায় বিমান চলাচল আগেই বন্ধ করেছিল রাজ্য সরকার৷ তাই নিষেধাজ্ঞা ছিল এই শহরগুলি থেকে কলকাতা বিমানবন্দরে আসার ক্ষেত্রেও৷ অনেকেই এই নিয়মের ফাঁক গলে সরাসরি কলকাতা না গিয়ে বাগডোগরা বিমানবন্দরে চলে আসছিলেন এই শহরগুলি থেকে৷ এভাবেই অনেকেই এ রাজ্যে প্রবেশ করছিলেন ভিনরাজ্য থেকে ৷ এই খবর জানাজানি হওয়ার পরই দিল্লি ও মুম্বই বিমান চলাচল বন্ধ করা হল বাগডোগরা বিমানবন্দর থেকেও৷

গত মাসেই কোরোনা আক্রান্ত এক যুবক এভাবেই দিল্লি থেকে কলকাতায় এসে উপস্থিত হয়েছিলেন নিয়মের ফাঁক গলে৷ তিনি ছাড়াও অনেকেও এভাবে এ রাজ্যে প্রবেশ করছেন ঘুরপথে৷ কলকাতা বিমানবন্দর থেকে ছয়টি বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করা হলেও যাত্রীরা কলকাতায় যাতায়াত করছিলেন বাগডোগরা বিমানবন্দরে এসে সেখান থেকে বিমান পালটে অথবা সড়কপথের মাধ্যমে৷ বাগডোগরা বিমানবন্দরে দিল্লি, মুম্বই থেকে বিমান চলাচল বন্ধ করা হল এই যাতায়াত বন্ধ করতেই৷ ১৫ অগাস্ট পর্যন্ত বাগডোগরা বিমানবন্দরে কোনও বিমান যাতায়াত করবে না এই দু’টি বিমানবন্দর থেকে৷

প্রসঙ্গত , রাজ্য সরকারের তরফে কেন্দ্রকে একটি চিঠি পাঠানো হয়েছিল জুন মাসের শুরুতেই৷ তাতে এও জানিয়ে দেওয়া হয়েছিল, ৬ জুলাই থেকে কোনও বিমান যেন পশ্চিমবঙ্গে প্রবেশ না করে দেশের মোট ছয়টি শহর থেকে৷ যে শহরগুলির নাম এই তালিকায় ছিল সেগুলি হল দিল্লি, মুম্বই, পুনে, নাগপুর, চেন্নাই ও আহমেদাবাদ৷ ১৯ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে বলেও রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল৷ কিন্তু শেষমেশ ১৮ জুলাই এই নিষেধাজ্ঞার মেয়াদ ৩১ জুলাই পর্যন্ত বাড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার৷ অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এই সিদ্ধান্ত নেয় নবান্নের অনুরোধেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *