ডুয়ার্স, নামটা কানে এলেই চোখের সামনে ভেসে ওঠে সবুজ এক পাহাড়িয়া প্রকৃতির হাতছানি
নিজস্ব সংবাদদাতা : ডুয়ার্স। নামটা কানে এলেই চোখের সামনে ভেসে ওঠে সবুজ এক পাহাড়িয়া প্রকৃতির হাতছানি। যেখানে নদী, জঙ্গল আর পাহাড়িয়া গ্রামেরা থাকে হাত ধরাধরি করে। গরুমারা ফরেস্টের একদম পাশেই নেওড়া নদীর পাশে এক অসাধারণ পরিবেশের মধ্যে অবস্থিত আমাদের রিসোর্ট WHISTLING WIND। গরুমারা জঙ্গলের একদম পাশে আর সবুজ চা-বাগান ঘেরা এই রিসোর্ট । সারাদিন পাখির কোলাহল কলতান, যা মুগ্ধ করবে পর্যটকদের। ভিড় ছেড়ে কিছুটা নিরিবিলিতে রাত্রিযাপন করতে চান পর্যটকরা।তাই জঙ্গল ঘেষা আমাদের এই রিসোর্ট স্বাভাবিক ভাবেই পর্যটকদের টানবে। এই রিসোর্ট এ একবার যারা ঘুরে গেছেন নিশ্চিতরূপে আরেকবার আসবেনই তারা। আর সমতল বলে আরো সুবিধা আছে।জানালেন অনেক পর্যটক। এর উপরে খরচ একেবারেই হাতের মধ্যে। এরপরে যদি প্রয়োজন হয় তবে গাড়িতে করে এনজেপী এসে কলকাতা পৌছে যাওয়া যাবে। এই রিসোর্ট এর খাওয়াদাওয়া একেবারেই রুচির মধ্যে। অতিরিক্ত ঝাল মশলা দিয়ে তৈরী হয় না খাবার। নিরিবিলি এলাকায় যারা থাকতে চান তারা সহজেই চলে আসতে পারেন। একবার ঘুরে গেলে আবার আসতে চাইবেন অনেকেই। খুব তাড়াতাড়ি এই জায়গা মানুষের মনকে জয় করে নিয়েছে বলে মনে করছেন আধিকারিকেরা।