ডেঙ্গি নিয়ে ভুল তথ্য দিচ্ছেন মেয়র, এমনটাই অভিযোগ শিলিগুড়ি পৌরসভার বিরোধী দলনেতার
শিলিগুড়ি : ডেঙ্গি নিয়ে ভুল তথ্য দিচ্ছেন মেয়র অভিযোগ শিলিগুড়ি পৌরসভার বিরোধী দলনেতার। বিরোধী দল নেতা অমিত জৈন অভিযোগ করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেঙ্গুকে নিয়ে সম্পূর্ণ ভুল তথ্য দিচ্ছেন। এইতো একটা মানুষকে আরও আতঙ্কিত করবে। এ সমাধান তো হবেই না, উল্টে মানুষ সারাদিন রাত ডেঙ্গুকে নিয়ে আতঙ্কে দিন কাটাবেন। একজন মেয়র হিসাবে যা একেবারে অনুচিত। শিলিগুড়িতে প্রতি বছর এই সময় ডেঙ্গু আসে আক্রান্ত হন বহু মানুষ ছড়িয়ে পড়ে ডেঙ্গু। মেয়র প্রেস কনফারেন্স করেন এবং বিবৃতি দেন, কাজের কাজ কিছুই হয় না, প্রতিবছর একই ধারায় চলছে এই টা কি ডেঙ্গু নিয়ন্ত্রণের কাজ। আখেরে ক্ষতি হয় সাধারণ মানুষেরই। ডেঙ্গি এমন একটা রোগ যা কোনও মতে ভাল রোগ নয়, যার জন্য মানুষের চিন্তা করা উচিত। কিন্তু মেয়র তা না করেই বিবৃতি দিচ্ছেন, এটা কোনভাবেই কোন কাজে আসে না।
এদিন বিরোধী দলনেতা অমিত জৈন আরো জানান মেয়রের এই তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন, এবং অবাস্তব। মেয়রের অতি সামনে থেকে দাঁড়িয়ে বেঙ্গল মোকাবিলা করা। উনি যে একজন মেয়র, সেটা শিলিগুড়ি বাসীকে বুঝিয়ে দেওয়ার সময় এসেছে। উনি প্রমাণ করুন উনি কাজ করেন, মন্তব্য অমিত জৈন এর