ডেঙ্গুতে মৃত্যু ৭ বছরের বালিকার, তার বাড়িতে গেলেন মেয়র এবং ডেপুটি মেয়র

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : ডেঙ্গুতে প্রথম মৃত্যু শিলিগুড়িতে, শিলিগুড়ি সাত নম্বর ওয়ার্ডে যায়নারা খাতুন নামে এক সাত বছরের বালিকা মৃত্যু হয়। এদিন সকালে তার বাড়িতে গেলেন মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার। তার বাড়িতে গিয়ে তার বাবা মাকে সান্ত্বনা দিলেন তারা। মেয়র কে দেখে কান্নায় ভেঙে পড়লেন ওই বালিকাটির বাবা-মা। মেয়র অনেকক্ষণ বসে তাদের সাথে কথা বললেন এবং সব ধরনের সাহায্যের আশ্বাস দিলেন।

মেয়র এদিন জানান ওদের অবস্থা খুবই খারাপ সন্তান হারানোর শোক সহজে ভোলা যায় না। এখানে আমি কিছুই না, তবুও ওদের বাড়িতে গিয়ে ওর বাবা মার সাথে দেখা করে সব ধরনের সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে আসলাম। যেকোনো দরকার এবং যে কোন প্রয়োজনে আমাকে ফোন করলেই আমি চলে আসবো, হাতে ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান খুবই দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক ঘটনা ওদের জন্য সমবেদনার ভাষা আমার নেই, তবুও আমি সান্ত্বনা দিয়ে আসলাম, এবং পাশে আছি এই বার্তা দিলাম। কোন ধরনের সমস্যা হলে আমাকে জানালে আমি চলে আসবো জানালেন ডেপুটি মেয়র। এদিন মেয়র এবং ডেপুটি মেয়র ওই বালিকার বাড়ি গেলে সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দারা মেয়রের কাছে ক্ষোভ প্রকাশ করেন। তারা জানান ওয়ার্ডে জল জমে থাকে অথচ তা পরিষ্কার করার উদ্যোগ নেই, অফিসে গিয়ে জানালে কেউ শোনে না, প্রতিবছরই ডেঙ্গুর সময়ে এই ধরনের অবহেলা এবং গাফিলতি হয়ে থাকে। মেয়র এবং ডেপুটি মেয়র দুজনেই জানান পুরো নিগম গোটা ব্যাপারটি দেখছে এবং এর মধ্যেই ডেঙ্গু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *