ডেঙ্গুর সার্ভে করা মহিলাদের সাথে চরম অসহযোগিতা, অভিযুক্তদের নামে থানায় অভিযোগ দায়ের করল শিলিগুড়ি পুরসভা
শিলিগুড়ি : ডেঙ্গুর সার্ভে করা মহিলাদের সাথে চরম অসহযোগিতার ঘটনা ঘটলো শিলিগুড়িতে। অবশেষে অভিযুক্তদের নামে থানায় অভিযোগ দায়ের করল শিলিগুড়ি পুরসভা। জানা গেছে গত ২৮ তারিখ ডেঙ্গুর সার্ভে করা তিন মহিলা স্থানীয় এক বাসিন্দা তুলি ভৌমিকের বাড়ি যান ডেঙ্গুর সার্ভে করতে। অভিযোগ কারিনী মহিলারা জানিয়েছেন তারা এর আগেও একবার গিয়েছিলেন, সেই সময় তাদের সাথে অসহযোগিতা করা হয়েছিল। এবার তারা তুলি ভৌমিকের বাড়িতে গেলে তুলি ভৌমিকে এবং তার বাড়ির অন্যান্য সদস্যরা তাদের সাথে দুর্ব্যবহার করেন, এবং চরম খারাপ আচরণ করেন। এমনকি তাদেরকে বাধা দেন, তারা এও জানিয়েছেন তুলি ভৌমিক এবং তার পরিবার তাদের এই সার্ভে করাকে নিয়ে তামাশাও করে।

অবশেষে তারা এদিন অসমাপ্ত কাজ রেখে ফিরে আসতে বাধ্য হন । পরে তারা পুরসভা এসে গোটা ব্যাপারটি জানান। এবং নিজেরা অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেন। পুরসভা অত্যন্তগুরুত্বসহকারে গোটা ব্যাপারটি পরিচালনা করে ওই পরিবারের বিরুদ্ধে থানায় এফ আই আর করে। অভিযুক্তদের দেয়া ফোন নম্বরে ফোন করা হলে এদিন তাদের ফোনের কোনো উত্তর পাওয়া যায়নি।