ক্রমাগত লুট হচ্ছে কন্যাশ্রী প্রকল্পের টাকা, পড়ুয়াদের সাইবার ক্রাইম নিয়ে সচেতনতার পাঠ বিভিন্ন কলেজ এর

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কখনও ভুয়ো ফোন কল, আবার কখনও পরিচিত লোকের নাম করে ফোন এ এটিএমের পিন নম্বর জেনে নিচ্ছে হ্যাকাররা। আর এই কাজে তাদের শিকার হচ্ছে কন্যাশ্রী প্রকল্পের এর টাকা। কলেজ পড়ুয়া ছাত্রী যাঁরা কন্যাশ্রীর টাকা পান, তাঁরাই এখন নতুন নিশানা হয়েছে হ্যাকারদের, এমনটাই জানিয়েছে গোয়েন্দারা। কলেজ পড়ুয়াদের এই বিষয়ে সতর্ক করতে প্রশাসনের উদ্যোগে সাইবার ক্রাইম নিয়ে পাঠ দেওয়া শুরু হয়েছে বিভিন্ন কলেজে কলেজে।

তদন্তকারীদের দাবি , দীর্ঘদিন ধরেই চলছে এই লুঠ এর খেলা । কমবয়সী মেয়েদেরই নিশিনা করছে হ্যাকাররা। বারুইপুর থানার ওসি হিমাদ্রি ভট্টাচার্য জানান, হ্যাকারদের ধরতে বিশেষ দল তৈরি করা হয়েছে। কলেজ পড়ুয়াদের সচেতন করতে নানা রকম কর্মসূচী নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। কলেজে কলেজে শুরু হয়েছে সাইবার সচেতনতার ওপর বিশেষ ওয়ার্কশপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *