ডেস্কটপ-ল্যাপটপে হোয়াটসঅ্যাপ ব্যাবহার করুন কোনো রকম ফোন এর সংযোগ ছাড়াই
বেস্ট কলকাতা নিউজ : ২০১৫ সালে হোয়াটসঅ্যাপ ওয়েব প্রথম লঞ্চ করা হয় ৷ তবে একটা ছোট্ট অসুবিধা ছিল এই ফিচারটি ব্যাবহার করার৷ সর্বক্ষণ ল্যাপটপ বা ডেস্কটপের সঙ্গে নেট কানেকশন দিয়ে সংযোগ রাখতে হত আপনার ফোনের৷ তবেই খোলা যেত হোয়াটসঅ্যাপ ওয়েব৷ এতে আপনার ব্যক্তিগত তথ্য নিরাপত্তার দিক থেকে কিছুটা হলেও অসুরক্ষিত ছিল ৷
সেই অসুবিধাই এবার সম্পূর্ণ ভাবে কাটতে চলেছে৷ হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে এবার থেকে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করতে গেলে আর ফোনের প্রয়োজন হবে না ৷ ট্যুইটার লিকার জানাচ্ছে কাজ চলছে হোয়াটসঅ্যাপ ওয়েবের৷ তৈরি হচ্ছে নতুন প্ল্যাটফর্ম, যেখানে ডেস্কটপ বা ল্যাপটপে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করতে গেলে নতুন করে ফোনের সঙ্গে সংযোগ এর প্রয়োজন হবে না৷রিপোর্ট বলছে, হোয়াটসঅ্যাপের এই নতুন ভার্সনে হোয়াটসঅ্যাপ ওয়েব সম্পূর্ণ নতুন একটা ফিচার আনছে যাতে ব্যবহার করা যাবে নতুন পদ্ধতি৷ ফোন যদি সুইচ অফও থাকে, তবু চলবে এই হোয়াটসঅ্যাপ ওয়েব৷ ফোনের নয়া ফিচারটি আসতে চলেছে আইওএস ও অ্যাণ্ড্রয়েড এই দুটো ভার্সনেই৷
তবে এখনও পরীক্ষা নিরীক্ষার স্তরেই রয়েছে গোটা বিষয়৷ ট্যুইটার লিকার জানাচ্ছে, এই নতুন ফিচার আসতে এখনও বেশ কিছুটা সময় লাগবে৷ তবে বেশ কিছু নিরাপত্তা সংক্রান্ত মাপকাঠি থাকবে নতুন ফিচারটিতে৷ যা আগের হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে উন্নত মানের হবে৷