তরুণীর স্বাধীনতা দিবসের বিশেষ গান দেশের যোদ্ধাদের উদ্দেশে, মন কাড়ল নেটিজেনদের
বেস্ট কলকাতা নিউজ : ৭৫ তম স্বাধীনতা দিবসে দেশজুড়ে বিশেষ দিনটি পালিত হল করোনা আবহের মধ্যেই। গানে, কবিতায়, নৃত্যে, বিশেষ ভাবে নিজেদের শ্রদ্ধা জ্ঞাপন করেছেন প্রায় সকলেই। কিন্তু এবছরে উত্তর পূর্বের এক তরুণীর গান নেটিজেনদের মন কাড়ল আলাদা করেই।সকলেই মুগ্ধ দেশের যোদ্ধাদের উদ্দেশে তাঁর এই বিশেষ নিবেদনে ।গায়িকা ১৯ বছরের পড়ুয়া ভেনেশিয়া কে ওয়ারশিয়ং। থাকেন মেঘালয়ে। জীবনে এই প্রথম তিনি হিন্দি গান গাইলেন। এমনকি সেটি ইউটিউবে আপলোড করতেই তুমুলভাবে ভাইরাল হয়েছে স্বাধীনতা দিবসের প্রাক্কালে। নেটিজেনদের মনে বিশেষ করেই যেন দাগ কেটেছে তাঁর গাওয়া ‘অ্যায় মেরে পেয়ারে ওয়াতন’ গানটিও।
১০ বছর থেকেই গান শিখছেন। কিন্তু সেভাবে হিন্দি বলতে পারেন না তিনি। তবে গানটি গাওয়ার আগে বন্ধুদের সহায়তা পেয়েছেন ভেনেশিয়া। তিনি জানিয়েছেন, করোনা আবহে সকলেই ঘরবন্দি থাকলে, দেশের সেনাবাহিনী এবং চিকিত্সকেরা ভয় কাটিয়ে সাধারণ মানুষের জন্য লাগাতার পরিশ্রম করে গেছেন।তিনি এই গানটি গেয়েছেন তাঁদেরকে কুর্নিশ জানাতেই। তিনি বিশেষ ভাবে শ্রদ্ধা নিবেদনের কথা ভাবছিলেন বহুদিন ধরেই। কিন্তু স্বাধীনতা দিবসে হিন্দি গান গেয়েই এভাবে সাড়া পাবেন তা কল্পনা করতে পারেননি ভেনেশিয়া। কিন্তু তিনি ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে চান গান গেয়েই। সঙ্গীত নিয়ে আরও চর্চা করার আগ্রহ প্রকাশ করেছেন এমনকি ফিলিপিন্সে গিয়ে। দেশের যোদ্ধাদের উদ্দেশে তাঁর গাওয়া গান পছন্দ হবে বলেই আশা করছেন ভেনেশিয়া।