তুষার ও বরফে আবৃত সিকিমে ভিড় ক্রমশ বাড়ছে পর্যটকদের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : সিকিমে বরফ, আর তার সাথে সাথে জনপ্রিয়তা বাড়ছে সিকিমের বিভিন্ন জায়গা জুড়ে। পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছেন গত পাঁচ বছরে এই ধরনের ভিড় সিকিমে দেখা যায়নি। এই বছর সিকিম প্রাকৃতিক বিপর্যয় থাকা সত্ত্বেও কোন হোটেলে থাকার জায়গা নেই, কলকাতা এবং অন্যান্য জায়গা থেকে প্রায় দ্বিগুণ হোটেল বুক হয়ে গেছে। যত হোটেল বুক হয়ে গেছে তার অধিকাংশই বাঙালি।

এদিকে সিকিম প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে গতবারের থেকে এবারে অনেক আগেই ঠান্ডা পড়ে গেছে, আর পড়ে গেছে বড় । হাসি বরফ দেখতে ভিড় পর্যটকদের উপচে পড়ছে। উত্তর সিটি মেম্বার দক্ষিণ সিটিএম এর মধ্যে উত্তর সিকিমে ভিড় অনেকটাই বেশি। কোন হোটেলের তিল ধরনের জায়গা নেই। কোন কোনায় ঠান্ডার মধ্যে যেন পর্যটকদের উৎস ও দ্বিগুণ হয়ে গেছে। সিকিমের চীনচা নেব নাথুরাতে ভিড় জমজমাট। নাথুলাতে ভিড় দেখবার মত সিকিম চান এলাকায় ভিড় হচ্ছে প্রচুর। এক পর্যটন বিশেষজ্ঞ জানিয়েছে এই সময়ের প্রতিবছর দার্জিলিং এর কাছে হেরে যায় সিকিম, কিন্তু এবার যেন সিকিমের ঘুরে দাঁড়ানোর পালা। পর্যটকদের ভিড়ে রাতেও যেন দিন মনে হচ্ছে। আগামী একমাস কোন হোটেলেই তিল ধরনের জায়গা নেই। অনেক পর্যটক স্থানীয় মানুষের বাড়িতে ভাড়া দিয়ে থাকছেন। ব্যবসায়ে লক্ষী লাভের সিকিমে স্থানীয় মানুষের মুখ উজ্জ্বল হয়ে গেছে। সবচাইতে বড় কথা হলো এত ঝামেলা হলেও পর্যটক আসা এতটুকু কমে যায়নি সিকিমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *