আগুন লাগলো মহারাষ্ট্রের বেসরকারি হাসপাতালে, মৃত হল ৪ জনের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ :দেশের একের পর এক হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা বার বার সংবাদ শিরোনামে উঠে আসছে করোনা আবহে । গত কয়েকদিন আগে ১৩ জন করোনা আক্রান্ত প্রাণ হারান মুম্বইয়ের বিজয় বল্লভ হাসপাতালে অগ্নিকাণ্ডের জেরে। সেই ঘটনার স্মৃতি ফিকে হওয়ার আগেই ফের ৪জন রোগীর মৃত্যু হল হাসপাতালে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় । মহারাষ্ট্রের থানের মুম্বারার কৌশা এলাকায় সোমবার রাত ৩:৪০ মিনিট নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। যদিও জানা গিয়েছে ওই হাসপাতালে কোনও করোনা সংক্রমিত রোগী ভরতি ছিলেন না বলেই । তবে কী কারণে ঘটল এই অগ্নিকাণ্ডের ঘটনা তা জানা যায়নি এখনও পর্যন্ত। হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন ঘটনার তদন্তে নেমেছে গোটা বিষয়টি খতিয়ে দেখেই৷

জানা গিয়েছে, এদিন ভোররাতে হাসপাতালে আগুন ধরে যায় হঠাৎ করেই। দমকলের ইঞ্জিন ৩ টি ও ৫ টি অ্যাম্বুলেন্স ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয়। হাসপাতালের ভিতর থেকে রোগীদের উদ্ধার করে দ্রুত অন্য হাসপাতালে স্থানান্তরিত করার ব্যবস্থা করেন তাঁরাই । যদিও এই ঘটনায় বাঁচানো যায়নি ৪ জন রোগীকে। তাঁরা অগ্নিদ্বগ্ধ হয়ে প্রাণ হারাণ হাসপাতালের ভিতরেই৷ এদিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে গোটা ঘটনায় শোক প্রকাশ করেছেন। মর্মান্তিক এই ঘটনায় তিনি মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং আহতদের পরিবারকে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *