দল ক্রমশ আসছে ভালো জায়গায়, সাফল্যর নজির হিসেবে শিলিগুড়িতে তৈরি হল ” মেরিনাস মোহনবাগান “
শিলিগুড়ি : দল ক্রমশ ভালো জায়গায় আসছে, আজকের সাফল্য তারই প্রমান , সবচাইতে বড় কথা চির প্রতিদ্বন্ধী ইস্টবেঙ্গল কে একের পর এক ম্যাচ হারিয়ে চলছে দল। তাই শিলিগুড়িতে এবার মোহনবাগান সমর্থকরা তৈরি করলেন ” মেরিনার্স মোহনবাগান ” শিলিগুড়ি। সভাপতি হলেন, চিরনজিৎ বোস, এবং সহকারি সম্পাদক হলেন সুদীপ্ত জানা। বিভিন্ন বিষয় নিয়ে দিন আলোচনা করা হয়। এবং সমিতির কাজ কি কি হবে এবং দায়িত্ব যারা যারা নিয়েছেন, অথবা যাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে তারা কিভাবে কাজ করবেন, সেটা নিয়ে আলোচনা হয়।
এদিকে সম্পাদক চিরঞ্জিত বোস জানান আমাদের ক্লাব এখন সাফল্যে শিখরে আছে। কিভাবে কি হবে কমিটিকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে সেটা নিয়ে আলোচনা করা হলো। সহকারী সম্পাদক সুদীপ্ত জানা জানান , আমি মোহনবাগান কে ভালবাসি , মোহনবাগান আমার প্রাণ। তাই মোহনবাগানের একের পর এক জয়ে আমরা আনন্দিত। তাই এই কমিটি যাতে সাফল্যের সাথে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হলো। আমরাও চাই সবাই এগিয়ে আসুক, যারা মোহনবাগানকে ভালোবাসে তারা আরও এগিয়ে আসুক তবেই হবে আসল সাফল্য। সুদীপ্ত জানা আরও জানান আমরা আরো এগিয়ে দিতে যেতে চাই আমাদের মোহনবাগান কে। আপাতত এটাই আমাদের লক্ষ্য।