দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিজেপির এনআরসি নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মিছিল নামলো শিলিগুড়িতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা: দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বিজেপির এনআরসি নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে এক বিশাল মিছিল করলো তৃণমূল কংগ্রেস। শিলিগুড়ির বাঘা যতীন পার্ক থেকে এদিন বিকাল সাড়ে চারটের সময় শুরু হয় তৃণমূল কংগ্রেসের এই বিশাল মিছিল । এদিন উপস্থিত ছিলেন , মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পাপিয়া ঘোষ এবং শংকর মালাকার ছাড়াও তৃণমূল কংগ্রেসের এম এম আই সি এবং কাউন্সিলরেরা।

মেয়র গৌতম দেব এদিন জানান বিজেপির কাজই হল মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করে বিভিন্ন দিকে ঘুরিয়ে দেওয়া। যাতে মানুষ প্রতিবাদ করতে না পারে। নির্বাচন এগিয়ে আসছে , আর বিজেপির চালাকি শুরু হয়ে যাচ্ছে। কিন্তু এটা বাংলা,বাংলা কোনদিন হারবেনা, বাংলা নতি স্বীকার করবে না, বিজেপি হয়তো সেটা ভুলে গেছে। তাই বাংলার মানুষের ইচ্ছাকে কখনো মেরে দিতে পারবেনা বিজেপি। তাই আমাদের এই প্রতিবাদ মিছিল আজকে শিলিগুড়ির বিভিন্ন জায়গায় ঘুরবে। কারণ আমরা প্রতিবাদ করব বিজেপির বিভিন্ন স্বজনপোষণ নীতির বিরুদ্ধেও । যাদের কিছু নেই, তাদের বিরুদ্ধে বিজেপির এই অন্যায় অত্যাচার। আর মানুষ কিছুতেই সেটাকে মেনে নেবে না। এই প্রতিবাদ সারা ভারতবর্ষে জুড়ে একদিন ছড়িয়ে পড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *