দায়িত্ব পাবার পরে প্রথম বার জলপাইগুড়িতে আসলেন শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান দিলীপ দুগার
জলপাইগুড়ি : দল তাকে দায়িত্ব দিয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যানের। আর দায়িত্ব নেওয়ার পর অবশেষে এদিন প্রথমবার জলপাইগুড়ি আসলেন চেয়ারম্যান দিলীপ দুগার। এদিন প্রথমে জলপাইগুড়ি জেলা পরিষদে আসেন তিনি। সেখানে জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, জনস্বাস্থ্য বিষয়ক কর্মাধ্যক্ষ মহুয়া গোপের সাথে সাক্ষাৎ করেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “জেলা জুড়ে জেলা পরিষদ ভালো কাজ করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মানুষের সাথে কথা বলে কাজ করতে হবে। একসাথে মিলিত হয়ে আগামী দিনে অনেক কাজ করব।”

এদিকে এদিন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন বলেন,” শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভলপমেন্ট অথরিটির চেয়ারম্যান পদটি দীর্ঘদিন খালি ছিল। দায়িত্ব পাওয়ায় পর আজ চেয়ারম্যানের সাথে আমাদের সাক্ষাৎ হলো। উনি সপ্তাহে একদিন করে জলপাইগুড়িতে বসবেন বলে জানিয়েছেন। ছোটো কাজের থেকে বড়ো কাজকে প্রাধান্য দেওয়া হবে।”জেলা পরিষদ থেকে বেরিয়ে তিনি জলপাইগুড়ি পৌরসভাতে যান। এদিন চেয়ারম্যানের সাথে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, চিফ এক্সিকিউটিভ অফিসার সহ আরো অনেকে।