দিবারাত্রি ব্যাপী এক অভিনব ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব
শিলিগুড়ি : শিলিগুড়ি সমরনগর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে স্বর্গীয় বিনয় সরকারমেমোরিয়াল,সাতদিন ব্যাপী দিবা-রাত্রি ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব। এদিন তিনি জানান এই ফুটবল প্রতিযোগিতা গত কয়েক বছর ধরে প্রচন্ড জনপ্রিয়তা অর্জন করেছে। শিলিগুড়ি এবং তার আশেপাশের বিভিন্ন এলাকা ফুটবল জুড়ে আছে। আর প্রতিভারও অভাব নেই, বেশিরভাগ প্রতিভাই আছে একেবারে নিম্নবিত্ত পরিবার থেকে। কাজেই তাদের প্রয়োজন সাহায্যের, তাদের পাশে যদি কেউ দাড়ায় তবে তাদের সুবিধা হয়। বড় জায়গায় যেতে গেলে , অথবা বড়ো মঞ্চে পৌঁছাতে গেলে দরকার সাহায্য। আর সেই সাহায্য করতে পারে কোন বড় প্রতিষ্ঠান, অথবা কোন সহৃদয় ব্যক্তি।

এদিন তিনি এও জানান শিলিগুড়ি এবং তার আশেপাশের শহরজুড়ে বিভিন্ন প্রতিযোগিতা চলে। আর এই ধরনের প্রতিযোগিতা তো প্রতিভা তুলে আনার জন্যই তৈরি হয়। আজকের এই প্রতিযোগিতার উদ্বোধন করে আমি সমস্ত প্রতিযোগীকে শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। শুভকামনা আমি জানাই আয়োজকদের আমি সুন্দর একটা প্রতিযোগিতা তুলে আনার জন্য, সবসময় পাশে থাকবে।