রাজ্যে ২০০০ -এর বেশি সাউন্ড মনিটরিং ইউনিট বসছে শব্দদূষণ নিয়ন্ত্রণে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : রাজ্য আরও তৎপর হল শব্দদূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে। কলকাতা ও পার্শ্ববর্তী জেলার থানাগুলির সঙ্গে যোগাযোগ করা হয়েছে শব্দ দূষণ নিয়ন্ত্রণ করতে । ২০০০ -র বেশি সাউন্ড মনিটরিং ইউনিট বসানো হচ্ছে এমনকি রাজ্যের নানা জায়গায় । বিভিন্ন থানাকে এই সাউন্ড মনিটরিং ইউনিটগুলি দেওয়া হচ্ছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের পক্ষ থেকে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ইতিমধ্যেই মনিটিরং ইউনিট দেওয়া হয়েছে কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলার অন্তত ৭০০ টি থানাকে।

রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের এক আধিকারিক আরও বলেন, ” কড়া নজরদারি চালানো হচ্ছে শব্দ দূষণ নিয়ন্ত্রণের জন্য। যে জায়গাগুলিতে বেশি কোলাহল হয়, সেখানে আরও নজরদারি চালানো হচ্ছে । এই যন্ত্রগুলি বসানো হবে বাজার এলাকায়। থানাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে সেইভাবেই। শব্দ রেকর্ড করা হবে ওই জায়গাগুলিতে এবং খতিয়ে দেখা হবে সেই তথ্যও।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *