দিল্লির এইমসে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, রোগীদের সরানো হল নিরাপদ স্থানে
বেস্ট কলকাতা নিউজ : নয়াদিল্লির এইমস হাসপাতালে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড দু’সপ্তাহ কাটতে না কাটতেই । যদিও কেউ জখম হননি এই। এদিন ভোর পাঁচটা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এইমসের ইমার্জেন্সি ওয়ার্ডে । দ্রুত দমকলের চারটি ইঞ্জিন সেখানে পৌঁছয়।আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরাই। ধোঁয়া বের হতে দেখেই দ্রুত রোগীদের অন্য বিল্ডিংয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তবে তা এখনও স্পষ্ট নয় ঠিক কী কারণে আগুন লেগেছে।এইমসে অগ্নিকাণ্ড ঘটল দুসপ্তাহে দুবার। এর আগেরবার আগুন লেগেছিল পাঁচ তলার ল্যাবেরটরি ও পরীক্ষা হলে। সেবার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল এসি মেশিনের শর্ট সার্কিটকে আগুন লাগার কারণ বলে।