দিল্লির লালকেল্লা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হল বার্ড ফ্লু-র আতঙ্কের জেরে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ :সমগ্র দিল্লি একরকম তটস্ত বার্ড ফ্লু আতঙ্কের জেরে। তাই ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগ (এএসআই) লালকেল্লা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বার্ড ফ্লু-র এই সংক্রমণ যাতে আর কোনো রকম ভাবে না ছড়ায়। ইতিমধ্যেই একটি বিবৃতি জারি করে আর্কিওনজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এমনটাই জানিয়েছে, দিল্লির লালকেল্লা জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত। তারা জানিয়েছে এলাকায় বার্ড ফ্লু বা অ্যাভিয়ান ইনফুয়েঞ্জা বিস্তার নিয়ন্ত্রণের ব্যবস্থা হিসাবেই স্মৃতিস্তম্ভটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই।

প্রত্নতাত্ত্বিক বিভাগের জারি করা নির্দেশে এমনকি বলা হয়েছে, “এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দিল্লির এনসিটি-র ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট (কেন্দ্রীয়) ও জেলার দুর্যোগ মোকাবিলা দপ্তর কর্তৃপক্ষ যে নির্দেশ পাঠিয়েছে তার উপর ভিত্তি করেই।পূর্ববর্তী অফিস অর্ডার অনুসারে জানানো হয়েছে যে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা বিস্তার রোধের ব্যবস্থা হিসাবে লালকেল্লা জনগণের জন্য ও সাধারণ পর্যটকদের জন্য বন্ধ থাকবে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *