দীর্ঘ ৫৭ বছর পর আজ মিতালী এক্সপ্রেসের চাকা গড়ালো নিউ জলপাইগুড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে
বেস্ট কলকাতা নিউজ : অবশেষে আজ ১ জুন বুধবার যাত্রীবাহী ট্রেন মিতালী এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি থেকে হলদিবাড়ী রেলপথে বাংলাদেশের নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি হয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো দীর্ঘ ৫৭ বছর পর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের ২৭ মার্চ মিতালী এক্সপ্রেস চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন । কিন্তু উদ্বোধনের পর ট্রেন চলাচল আটকে যায় করোনা পরিস্থিতি ও ভিসা সংক্রান্ত জটিলতায় । উদ্বোধনের ১৪ মাস পর সব জটিলতা কাটিয়ে আজ বুধবার মিতালী এক্সপ্রেস ট্রেন পৌঁছবে ভারত থেকে বাংলাদেশে।
ইতিমধ্যেই আজ বুধবার সকাল ১১টা ৪৫ মিনিটে নিউ জলপাইগুড়ি রেলস্টেশন থেকে ছেড়ে মিতালী এক্সপ্রেস ১২টা ৫৫ মিনিটে পৌঁছায় হলদীবাড়ী রেলস্টেশনে। সেখান থেকে বাংলাদেশের নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটী রেলস্টেশনে পৌঁছাবে দুপুর ১টা ৫৫ মিনিটে। মিতালী এক্সপ্রেস ঢাকা ক্যান্টনমেন্ট রেলস্টেশনে পৌঁছাবে রাত ১০টা ৩০ মিনিটে। পাশাপাশি মিতালী এক্সপ্রেস বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ছেড়ে চিলাহাটী রেলস্টেশনে পৌঁছাবে ভোর ৫টা ৪৫ মিনিটে এবং নিউ জলপাইগুড়ি পৌঁছাবে সকাল ৭টা ১৫ মিনিটে। মিতালী এক্সপ্রেস ট্রেনটি চলবে সপ্তাহে দুইদিন। নিউ জলপাইগুড়ি থেকে ঢাকায় পৌছবে রোববার ও বুধবার। এবং ঢাকা থেকে ভারতে আসবে সোম ও বৃহস্পতিবার। এই ট্রেনে থাকছে ১০টি কোচ। এর মধ্যে ৪টি এসি বার্থ, ৪টি এসি চেয়ার এবং ২টি ব্রেকভ্যানসহ পাওয়ার কার।