দুয়ারে সরকার কর্মসূচি , বয়স্কদের ক্যাম্পে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হল ঘরে ঘরে গিয়ে
বেস্ট কলকাতা নিউজ : অটোমেটিক দুয়ারে সরকার। ভুল হবে না এমনটা বললেও।অটোর ব্যবস্থা করা হল দুয়ারে সরকার কর্মসূচি তে বয়স্ক মানুষদের ক্যাম্পে নিয়ে আসার জন্য। তারপর হাতে হাতে পৌঁছে গেল নানা সরকারি প্রকল্পের ফর্ম। সৌজন্যে সাত নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর বাপি ঘোষ ও মন্ত্রী শশী পাঁজা।
সামনে আসছে চলেছে বড়দিন। এই অটোমেটিক ভাবনায় তাই রাখা হয়েছিল একটা দুয়ারে সরকার কেকও। এলাকার সাধারণ মানুষ কেকও কাটলেন মন্ত্রী ও কাউন্সিলর এর সঙ্গে হাতে হাত মিলিয়ে। থাকলেন ডাক্তাররা। এমনকি ছিল অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও। দুয়ারে সরকার কর্মসূচিতে ক্যাম্প এর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে আরও খবর, ক্যাম্প বাড়িয়েও চাহিদা সামাল দেওয়া না গেলেও প্রয়োজনে বিভিন্ন সরকারি প্রকল্পের ফর্ম বিলি করা হবে এমনকি বাড়িতে বাড়িতে গিয়েও। নবান্ন সূত্রে খবর, মানুষের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে দুয়ারে সরকার কর্মসূচিতে। বিশেষ করে স্বাস্থ্য সাথী প্রকল্পের চাহিদা ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে প্রয়োজনে ফর্ম বিলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাড়ি বাড়ি গিয়েও।