দুয়ারে সরকার ক্যাম্পে মহিলাদের ভিড় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা নিতে
বেস্ট কলকাতা নিউজ : সকাল থেকেই প্রচুর মানুষের ভিড় চোখে পড়লো দুয়ারে সরকারের ক্যাম্পে। রাজ্যের বিভিন্ন প্রান্তে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়েছে আজ সোমবার থেকেই। মূলত, সরকারি প্রকল্পের বিভিন্ন সুযোগ-সুবিধা একছাতার তলায় দেওয়া হচ্ছে এই ক্যাম্পে। রাজ্যের বিভিন্ন প্রান্তে দুয়ারে সরকার ক্যাম্পগুলিতে লম্বা লাইন দেখা গিয়েছে এদিন সকাল থেকেই। বিশেষ করে মহিলারাই ভিড় জমিয়েছেন এই লাইনে।
রাজ্য সরকারের তরফ থেকে লক্ষ্মীর ভাণ্ডার নামে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে তৃতীয়বার ক্ষমতায় আসার পর। এই প্রকল্পে রাজ্য সরকার ২৫ থেকে ৬০ বছরের মহিলাদের নগদ টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে মাসিক হাত খরচ হিসাবে। এক্ষেত্রে এক হাজার টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে তপশিলি জাতি ও উপজাতিদের জন্য। আর অন্যান্যদের ৫০০ টাকা করে দেওয়া হচ্ছে সরকারের তরফে। এক্ষেত্রে সরকারি চাকরি, পরিবারে উচ্চ আয়ের সংস্থান থাকলে এই প্রকল্প তাঁরা পাবেন না । তবে এদিন বিভিন্ন দুয়ারের সরকারের ক্যাম্পে মহিলাদের লম্বা লাইন দেখা গিয়েছে দশটার আগে থেকেই । তাদের অধিকাংশই এদিন এই ক্যাম্পে হাজির হন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা নেওয়ার জন্যই।