দুর্নীতি ও কাটমনি আটকাতে নয়া নির্দেশিকা জারি করলো নবান্ন
বেস্ট কলকাতা নিউজ : দুর্নীতি ও কাটমানি রুখতে এবার নতুন নির্দেশিকা জারি করলো পঞ্চায়েত দফতর৷ গ্রাম পঞ্চায়েতগুলো টেন্ডার ছাড়া এখন আর কোনও জিনিস কিনতে পারবে না৷ সিকিওর নামের একটি নতুন সফট্ওয়্যার তৈরি হয়েছে৷ জিনিস কেনার পর তার বিবরন নির্দিষ্ট ওই সফট্ওয়্যার এ আপলোড করতে হবে নির্দিষ্ট ওই সফট্ওয়্যার এ৷
নতুন নির্দেশিকার আগে পর্যন্ত ইঞ্জিনিয়াররা ৪লক্ষ টাকা পর্যন্ত অনুমোদন দিতে পারতেন ৷ নতুন নির্দেশিকায় তুলে দেওয়া হল সেই নিয়ম৷ তার পরিবর্তে জিনিস কিনতে হবে টেন্ডার ডেকেই ৷ টেন্ডারের মাধ্যমে জিনিস কেনার পর তার বিবরন সিকিওর নামের সফট্ওয়্যার এ জানাতে হবে আপলোড করে। তখন দফতরের আধিকারিকরা নজরদারি রাখবে সেই সফট্ওয়্যার এ ৷ কোনও রকমের দুর্নীতি যাতে না হয়৷ লোকসভা নির্বাচনের ফল থেকে সেই শিক্ষা নিয়েই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎপর হলেন দুর্নীতি ও কাটমানি আটকাতে ৷ কঠোরভাবে তিনি কাউন্সিলরদের এও নির্দেশ দেন, যারা যারা টাকা নিয়েছ তারা যেন সেই সব টাকা ফিরিয়ে দেয়। এবার গ্রাম পঞ্চায়েতগুলোতে দুর্নীতি ও কাটমানি রুখতে নতুন নির্দেশিকা জারি করল রাজ্য সরকার৷
তিনি আরও বলেন, কন্যাশ্রী থেকে সবুজসাথী সব প্রকল্প থেকেই কাটমানি খাচ্ছে অনেক নেতাই । এমনকী শব সৎকারের সমব্যথী প্রকল্পের থেকেও ২০০০ টাকা থেকেও ২০০ টাকা পর্যন্তও কেটে নিচ্ছেন অনেকে।দলত্যাগী নেতাদের দিকে ইঙ্গিত করে মমতার আর ও অভিযোগ, সরকারি প্রকল্পের টাকা হাতিয়ে নিয়ে বিজেপি-তে যাচ্ছেন অনেকেই। দলের মধ্যে যাঁরা বাকি রয়েছেন, তাঁরা কেউ দুর্নীতি করলেও বরদাস্ত করবেন না বলে তিনি পরিস্কার জানিয়ে দিয়েছেন৷