দেশের ছয় করোনা ‘হটস্পট’ শহর থেকে কলকাতায় কোনো বিমান আসবে না চলতি মাসেও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : করোনা অতি সক্রিয় দেশের এমন ৬ টি শহর থেকে ৩১ অগস্ট অবধি কোনও বিমান আসবে না কলকাতা বিমানবন্দরে। নতুন এই নির্দেশে বাড়ানো হল আগের নির্দেশিকার সময় সীমাও। দিল্লি, মুম্বই, পুণে, বেঙ্গালুরু, চেন্নাই, আহমেদাবাদও রয়েছে এই শহরের তালিকায়। রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে কলকাতায় করোনা সংক্রমণ।করোনায় অতি সক্রিয় শহরগুলি থেকে কলকাতায় উড়ানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয় সেই সংক্রমণে লাগাম টানতেই।

এর আগে এই নির্দেশিকা জারি ছিল ৬ থেকে ১৯ জুলাইয়ের মধ্যে। পরে ৩১ জুলাই পর্যন্ত করা হয় সেই সময়সীমার মেয়াদ বাড়িয়ে। এরপরে আবার ছয় শহর থেকে কলকাতায় উড়ান বন্ধ করা হয় ১৫ অগস্ট পর্যন্ত। আরও জানানো হয়, সর্বাধিক সংক্রমণের ঘটনা ধরা পড়েছে এই শহরগুলিতে। এরপরে ফের নির্দেশিকা বদলে বলা হল এই করোনা হটস্পট শহর থেকে কলকাতায় কোনো বিমান আসবে না ৩১ অগস্ট অবধি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *