‘দুয়ারে রেশন’-এর প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ,কমিশন চাইল রিপোর্ট-ভিডিয়ো
বেস্ট কলকাতা নিউজ : ‘দুয়ারে রেশন’ প্রকল্প চালু হবে ক্ষমতায় এলেই৷ রেশন সামগ্রী এমনকি পৌঁছে যাবে সকলের বাড়ি বাড়ি৷ রেশন দোকানে আর দিতে হবে না দীর্ঘ লাইন৷ এবার কমিশন রিপোর্ট চাইল ভোটপ্রচারে মমতার নয়া প্রতিশ্রুতি আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করেছে কি না সেই বিষয়ে৷ মূলত , গত দু’দিন ধরে পুরুলিয়া ও বাঁকুড়ার সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে একাধিকবার শোনা গিয়েছে দুয়ারে রেশন প্রকল্পের প্রতিশ্রুতির কথা৷ যে প্রকল্প মনে করা হচ্ছে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের নির্বাচনী ইস্তাহারে অন্যতম চমক হতে পারে বলেও৷ তৃণমূল নেত্রী একরকম বাজিমাত করতে চাইছেন ‘দুয়ারে সরকার’-এর পর ‘দুয়ারে রেশন’ প্রকল্পের কথা ঘোষণা করে৷ নতুন এই প্রকল্পে সরকার রেশন সামগ্রী পৌঁছে দেবে গ্রাহকের বাড়ি বাড়ি৷ তৃণমূল নেত্রী সাম্প্রতিক জনসভাগুলিতে সে কথা জানিয়েছেন নিজ মুখে৷
এদিকে নন্দীগ্রামে আহত হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় ফের জেলা সফরে বেরিয়েছেন সোমবার থেকেই ৷ গতকাল তিনি এমনকি জনসভা করেন পুরুলিয়ার বাঘমুণ্ডি ও বলরামপুরে৷ বাঘমুণ্ডির সভা থেকেও দুয়ারে রেশন প্রকল্পের কথা ঘোষণা করেন তিনি ৷ বলেন, “এখন আমরা রেশন দিচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে৷ দু’মাস পর থেকে আর রেশন দোকানে লাইন দিতে হবে না ৷ রেশন পৌঁছে যাবে আপনাদের বাড়িতে৷”