কয়লা পাচার কাণ্ডে সিবিআই তলব করল লালা ঘনিষ্ঠ ব্যবসায়ীকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কয়লা পচার কাণ্ডে এবার সিবিআই সমন পাঠাল অনুপ মাজি ওরফে লালা ঘনিষ্ঠ ব্যবসায়ী অমিত আগরওয়ালকে। আগামী সোমবার তাঁকে ডেকে পাঠানো হয়েছে কলকাতায় তদন্তকারী সংস্থাটির নিজাম প্যালেসের দপ্তরে।

সূত্রের খবর, কয়লা পাচার কাণ্ডে লৌহ ইস্পাত শিল্পগোষ্ঠীর মালিক অমিত আগরওয়াল ও সনু আগরওয়াল শুরু থেকেই সিবিআইয়ের নজরে ছিলেন। এই দুই ভাই কুলটির বরাকরের আদি বাসিন্দা। তাঁদের ১৩-১৪টি কারখানা রয়েছে ঝাড়খণ্ড, দুর্গাপুর, কাঁকসা, বাঁকুড়ার একাধিক এলাকায়। সূত্রের আরও খবর, সেই লৌহ ইস্পাত কারখানা চালাতেই লালার কাছে থেকে তাঁরা অবৈধভাবে কয়লা কিনতেন বলে অভিযোগ উঠেছে। প্রসঙ্গত , অনুপ মাজি ওরফে লালা কাকে কয়লা পাচার করত ? কে ই বা কিনত বিপুল পরিমাণ ওই অবৈধ কয়লা? সেই ক্রেতাদের হদিশ পেতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI) রাজ্যে তল্লাশি চালায় গত মঙ্গলবার।

সিবিআইয়ের তদন্তকারী দল তল্লাশি চালায় মূলত কলকাতার শেক্সপিয়র সরণি-সহ রাজ্যের পাঁচ এলাকায় । গতকাল অমিত আগরওয়াল ও সনু আগরওয়ালেরর বরাকরের বাড়িতে হাজির হন ১০ জন তদন্তকারী আধিকারিক। সেখানে খোঁজ মেলেনি দুজনের। ওই আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছেন পরিবারের সদস্যদের। এদিকে কেন্দ্রীয় গোয়েন্দারা বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্তও করেন শেক্সপিয়র সরণীতে তাদের অফিসে অভিযান চালিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *