দেউচা‑পাঁচামি খনিতে কয়লা উত্তোলনের কাজের জন্য আপাতত ৬ টি কোম্পানিকে বেছে নিল রাজ্য সরকার

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বীরভূমের দেউচা‑পাঁচামি প্রকল্পে ভূগর্ভস্থ কয়লা খননের জন্য 6টি সংস্থাকে প্রাথমিকভাবে বেছে নিল পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম ৷ যার মধ্যে রয়েছে পোল্যান্ডের একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা, যা ইউরোপের অন্যতম বৃহৎ কয়লা উত্তোলনকারী প্রতিষ্ঠান ৷ এই প্রথম কোনও রাজ্য সরকার নিজস্ব ব্যবস্থায় এত বড় মাপের আন্তর্জাতিক কয়লা খনন প্রকল্প বাস্তবায়নের পথে এগোচ্ছে ৷

নিগমের তরফ থেকে জানা গিয়েছে, রাজ্য সরকারের আন্তর্জাতিক আহ্বানে মোট৬ টি সংস্থা আগ্রহ দেখিয়েছে ৷ তাদের মধ্যেই রয়েছে পোল্যান্ডের জেএসডব্লিউ ৷ যাদের ভূগর্ভস্থ খননের অভিজ্ঞতা আন্তর্জাতিক পরিসরে স্বীকৃত ৷ এছাড়া দেশের অভ্যন্তরের পাঁচটি খনন সংস্থাও এই তালিকায় রয়েছে ৷ যাদের কয়েকটি ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে কাজ করছে ৷ দেউচা‑পাঁচামি কয়লা ব্লকটি দেশের বৃহৎ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ৷ জঙ্গলমহলের সীমানায় অবস্থিত এই ব্লকে কয়লার মজুত রয়েছে প্রায় দু’হাজার একশো কোটি টন। কিন্তু সমস্যার জায়গা হল বেসাল্ট পাথরের স্তর, যা কয়লার উপরে ছড়িয়ে রয়েছে প্রায় একশো থেকে দুশো মিটার গভীরে। সেই পাথর ভেদ করেই খনন করতে হবে ৷ ফলে খরচ ও প্রযুক্তিগত জটিলতা অনেকটাই বেশি বলে মনে করেছেন বিশেজ্ঞরা ৷

এই কারণে নিগম বিশেষজ্ঞ সংস্থা বেঙ্গালুরুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ রক মেকানিক্সের সাহায্যে ভূতাত্ত্বিক সমীক্ষা চালাচ্ছে ৷ তাদের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, খনির প্রায় ৭০ শতাংশ অংশ ভূগর্ভস্থ পদ্ধতিতে খননের উপযুক্ত ৷ বাকি অংশে কয়লা গ্যাস থেকে শক্তি উৎপাদনের মতো বিকল্প প্রযুক্তি প্রয়োগ করা হতে পারে। ইতিমধ্যেই প্রকল্পের একটি ছোট অংশে পরীক্ষামূলক খনন শুরু হয়েছে ৷ সাফল্যও মিলেছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম ৷ কয়লা উত্তোলনের পাশাপাশি সেই অঞ্চলে কর্মসংস্থান ও শিল্প সম্ভাবনার কথাও ভাবছে রাজ্য ৷ প্রাথমিক পর্যায়ে ১২ একর জমিতে কাজ শুরু হয়েছে ৷ পরবর্তী ধাপে সেটিকে তিন শতাধিক একরে বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *