দেদার গাঁজা ডেলিভারি অনলাইনে , অবশেষে মামলা দায়ের হল অ্যামাজন ইন্ডিয়ার বিরুদ্ধে
বেস্ট কলকাতা নিউজ : ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার বিরুদ্ধে আগেই অভিযোগ উঠেছিল অনলাইনে গাঁজা ডেলিভারি করার। শনিবার অ্যামাজন ইন্ডিয়ার এগজিকিউটিভ ডিরেক্টরদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল মধ্যপ্রদেশের ভিন্ড শহরে গাঁজা ডেলিভারির জন্য। এছাড়াও দাবি করা হচ্ছে জনপ্রিয় এই ই-কমার্স সাইট থেকে অন্তত এক হাজার কেজি মাদক বিক্রি করা হয়েছে বলেও । জানা গিয়েছে যার বাজার মূল্য এমনকি আনুমানিক ১ কোটি ১০ লক্ষ টাকা বলেও৷
আরও জানা গেছে, এই গাঁজার চোরাচালান চলছিল ‘কাড়ি’ পাতার নাম করেই ! এমনকি অ্যামাজনের মাধ্যমে এই মাদক সরবরাহ চলত দেশের বিভিন্ন প্রান্তেও৷ সম্প্রতি পুলিশ এমনই চাঞ্চল্যকর তথ্যই জানতে পারে মধ্য প্রদেশে গ্রেফতার হওয়া দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে৷ আর তারপর থেকেই মধ্যপ্রদেশ সরকার নড়েচড়ে বসে৷ মধ্যপ্রদেশ সরকার আগেই কড়া বার্তা পাঠিয়েছিল ই-কমার্স সংস্থা অ্যামাজনের উদ্দেশে৷ হুশিয়ারিতে কাজ না হওয়ায় এবার পদক্ষেপ করতে বাধ্য হলেন তারা ৷ অ্যামাজনের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও-কে এর আগে সতর্ক করে মধ্যপ্রদেশের সরকারের পক্ষ থেকে জানানো হয়, সংস্থার আধিকারিকদের এই মামলায় সহযোগিতা না করলে তার ফল ভুগতে হবে৷ সে রাজ্যের মন্ত্রী নরোত্তম মিশ্র জানিয়েছিলেন প্রয়োজনে তাদের গ্রেফতার করাও হতে পারে বলেও। এর পাশাপাশি মনে করা হচ্ছে, দেশের বিভিন্ন জায়গায় ড্রাগ বিক্রি করা হচ্ছে এই জনপ্রিয় ওয়েবসাইটকে কাজে লাগিয়ে।