দেশের একাধিক রাজ্যে কার্যত দিশেহারা ওমিক্রন ঝড়ের দাপটে
বেস্ট কলকাতা নিউজ : অনেকেরই চোখ কপালে উঠেছিল উৎসবের মরশুমে রাস্তাঘাটে মানুষজনের ভিড় দেখে। এবার সামনে এলো আঁতকে ওঠার মতো পরিসংখ্যান। দেশে ক্রমশ বেড়েই চলেছে ওমিক্রন আক্রান্তর সংখ্যাও । ভারতে ওমিক্রন আক্রান্ত ইতিমধ্যেই ১৫০০ ছাড়িয়ে গিয়েছ। এমনকি ১৫২৫-এ পৌঁছেগিয়াছে করোনার এই নয়া প্রজাতিতে আক্রান্তের সংখ্যা। এদিকে ভারতে বেড়েছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যাও। যদিও ওমিক্রন তালিকায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। রাজস্থানেও আকস্মিকভাবে বেড়েছো আক্রান্তর সংখ্যা । ইতিমধ্যেই তা পেরিয়ে গেছে ২৭ হাজারের কোঠাও । অর্থাৎ ৭ দিনে আক্রান্তের সংখ্যা প্রায় ২০ হাজার বৃদ্ধি পেয়েছে। সংক্রমণ কার্যত লাগামছাড়া দিল্লি, মুম্বই, কলকাতার মতো শহরেও । এদিকে কেন্দ্রীয় সরকারও গত ৩ জানুয়ারী থেকে কোভিড -19 এর বিরুদ্ধে শিশুদের টিকা দেওয়া শুরু করার প্রস্তুতিও শুরু করেছে ।