দেশে করোনা টিকার বহু ভুয়ো শংসাপত্র বিলি লক্ষ্যমাত্রা পূরণ করতে, স্বীকারোক্তি মোদি সরকারের
বেস্ট কলকাতা নিউজ : অবশেষে মোদি সরকার সংসদে স্বীকার করে নিল করোনা ভাইরাস মহামারী থেকে রক্ষা পেতে টিকাকরণ অভিযানে প্রচুর ভুয়ো টিকা শংসাপত্র বিতরণ করা হয়েছে বলে। টিকাকরণ অভিযানের দিনে মৃত ও টিকা না নেওয়া ব্যক্তিদের নামেও শংসাপত্র দেওয়া হয়েছে কিনা সেটা জানতে চেয়েছিলেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের প্রশ্নের উত্তরে মোদি সরকারের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, টিকারণের শংসাপত্র দেওয়া হয়েছে এমনকি মৃত, টিকা না নেওয়া ব্যক্তিদেরও। মোদি সরকার দুকোটির বেশি টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষ্যে। সেদিন প্রায় টিকাকরণের হার আড়াই কোটি ছাড়িয়ে যায়। তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় সরকারের ভুয়শী প্রশংসা করা হয় দল ও সরকারের তরফে।
এদিন লিখিত উত্তরে স্বাস্থ্যমন্ত্রক এও জানিয়েছে, ” শংসাপত্র ইস্যু করা হয়েছে এই ধরণের বিশেষ দিনে যাঁদের মৃত্যু হয়েছে বা টিকা নেননি তাঁদের নামেও।” মনে করা হচ্ছে সরকারের এই উত্তর বিরোধীদের হাতে বড় প্রশ্ন তুলে দিল বলে। কারণ, কেন্দ্রীয় সরকারের লক্ষ্যমাত্রা পূরণকে কটাক্ষ করে বিরোধীরা অভিযোগ তুলেছেন , মোদি সরকার নিজেদের লক্ষ্যমাত্রা পূরণকে সাফল্য বলে ফলাও করে প্রচার করছে ভুয়ো শংসাপত্র বিলি করে।