দ্রুত হতে চলেছে চেক ক্লিয়ারিং এর যাবতীয় প্রক্রিয়া
বেস্ট কলকাতা নিউজ : এবার দ্রুত হবে চেক ক্লিয়ারিং ব্যবস্থা এমনটাই জানিয়ছেন রিজার্ভ ব্যাংক কতৃপক্ষ৷ এজন্য চেক ট্রাংকেশন সিস্টেম (সিটিএস)যা দেশের বেশির ভাগ ক্লিয়ারিং হাউসে কাজ করছে যা গোটা দেশেই কার্যকর হবে ২০২০ সালের সেপ্টেম্বর মাসের মধ্যেই৷এই চেক ট্রাংকেশন ব্যবস্থায় শুধুমাত্র তেমন কোনও ব্যতিক্রমী অবস্থা ছাড়া ওই চেকটিকে এক স্থান থেক অন্যত্র পাঠানোর প্রয়োজন হবে না ব্যাংকের শাখার মাধ্যমে৷ বর্তমানে চেকটিকে এক স্থান থেকে অন্যত্র পাঠানোর বদলে নেওয়া হয় চেকটিক বৈদ্যুতিক ইমেজ এবং সেটাই আর কিছু প্রাসঙ্গিক তথ্য সহ ক্লিয়ারিং হাউস মারফত থেকে যায় সংশ্লিষ্ট ব্যাংকের ব্রাঞ্চে ও পেইং ব্যাংকের শাখায় একেবারে চেক জমা দেওয়ার দিনেই৷এর ফলে পুরনো প্রথাগত ব্যবস্থায় একটা চেক এক স্থান থেকে অন্যত্র পাঠানোর নানা খরচ এবং সময় দুইই বেচে যায়৷ দিল্লিতে চেক ট্রাংকেশন চালু হয় ২০০৮ সালে এবং পরে ওই ব্যবস্থা চালু হয় দেশের অন্য শহরেও৷