“ধরে রাখতে পারিনি রবীন্দ্র ঐতিহ্য”! ফের বিতর্ক সৃষ্টি হল বিশ্বভারতী উপাচার্যের মন্তব্য ঘিরে
বেস্ট কলকাতা নিউজ : বিতর্ক তৈরী হয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কিছু বললেই। রবীন্দ্রনাথ ‘বহিরাগত’ থেকে শুরু, এরপর উপাচার্য বিদ্যুত্ চক্রবর্তী কটাক্ষের শিকার হয়েছেন নানা কারণেই। এবার ফের আরও একবার জলঘোলা হল তার মন্তব্য ঘিরে। তিনি বললেন, ‘বিশ্বভারতীর ঐতিহ্য আমরা ধরে রাখতে পারিনি।’
প্রসঙ্গত ,শনিবার ‘ভুল রাস্তা’ নামক একটি নাটক মঞ্চস্থ হয় ক্লাব মোড়ের রামকিঙ্কর মঞ্চে। তাতে অভিনয় করেন ভারত এবং বাংলাদেশের দুই ছাত্র। নাটক শেষে উপাচার্য অভিনেতা, কলাকুশলীদের প্রশংসা করে বলেন, ‘সবসময় আমি বলি, বিশ্বভারতী আমাদের সবার। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর যে ঐতিহ্য দিয়ে গিয়েছেন, তাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবারই। কিন্তু সেই দায়িত্ব আমরা পালন করতে পারিনি। আমরা সেই ঐতিহ্য ধরে রাখতে ব্যর্থ হয়েছি।
যে বিশ্বভারতী ছিল, সেই বিশ্বভারতীকে আমরা আজ ধরে রাখতে পারিনি। এবার ভবিষ্যত প্রজন্মের ওপর তার বড় দায়িত্ব।’আশ্রমিক, ছাত্র থেকে রাজনৈতিক মহলের অনেকেই উপাচার্যের এই বক্তব্য মেনে নিতে পারেননি।